0405muktarkotha
|
আ: সঙ্গে আছি আমি আলিমুল হক।
মু: বন্ধুরা, আজ হল চীনের ছিংমিং উত্সব। ছিংমিং উত্সব চীনের চান্দ্র বর্ষের ২৪টি পর্বের অন্যতম। প্রতি বছরের এপ্রিল মাসের প্রথম দিকে ছিংমিং উত্সবের দিন চীনারা সমাধিস্থলে গিয়ে প্রয়াত বাবা-মা বা আত্মীয়স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা উপকন্ঠের পার্কগুলোতে গিয়ে বসন্ত উত্সবের মনোরম দৃশ্যও উপভোগ করেন। চীনের কোনো কোনো জায়গায় ছিংমিং উত্সবকে 'ভূত উত্সব' বলা হয়। কারণ, চীনে এই দিন পূর্বপুরুষ এবং পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। ছিংমিং উত্সবের আগে বা পরে লোকেরা সমাধিস্থলে যান। তারা কবরস্থানের আগাছা পরিষ্কার করেন, কবরের উপর কিছু নতুন মাটি দেন, মোমবাতি জ্বালান এবং কবরের সামনে ফুল দেন। প্রতি বছরের ছিংমিং উত্সব বসন্তকালের শুরুতে হয় বলে চীনারা এই উত্সবে প্রয়াত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও উপকন্ঠে বসন্তকালের দৃশ্য উপভোগ করেন; তাই চীনের কোনো কোনো জায়গায় ছিংমিং উত্সবকে 'থাছিন' উত্সব বলা হয়। 'থাছিন' অর্থ বসন্তকালের সবুজ সমারোহের মধ্যে ঘুরে বেড়ানো।
আচ্ছা, আলিম, বাংলাদেশে মৃত মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কোনো বিশেষ উত্সব আছে কি?
আ: .....
আচ্ছা শ্রোতারা, এখন বসছি আপনাদের চিঠিপত্রের ঝাপি নিয়ে।
বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডা এস এম এ হান্নান তার চিঠিতে লিখেছেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সকল বীরমুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভূমি। আসুন, আমরা অনুষ্ঠান শোনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।
মু: বাংলাদেশের স্বাধীনতার শহীদদের প্রতি আমরাও গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় শ্রোতা, আপনাকে চিঠির জন্য ধন্যবা।
আ: কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি সোহাগ বেপারী তার ইমেলে লিখেছেন, ভাইয়া ও আপু স্বাধীনতা দিবস ২৬ মার্চের শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে আবার এসেছে স্বাধীনতার মাস মার্চ মাস। মনে পড়ে সেই ভয়াবহ উত্তাল দিনগুলোর কথা, মনে পড়ে কালোরাত্রির কথা। লাখো প্রাণের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা। আমরা বাঙ্গালি জাতি; যে জাতির রয়েছে সুদীর্ঘ রক্ত ঝড়ানো ইতিহাস। এই স্বাধীনতা কুড়িয়ে পাওয়া উপহার নয়। এই স্বাধীনতা ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া। বিশ্বের ইতিহাসে বিরল একটি ঘটনা, যা কোনদিন ভোলা যাবে না। যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে গেছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই বাংলার বুকে তাদের নাম যুগ যুগ ধরে বেঁচে থাকবে। আসুন আমরা সবাই স্বাধীনতার মান রক্ষা করি এবং বাংলাদেশকে একটি শিক্ষিত ও সুন্দর জাতি হিসাবে গঠন করি। এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।
মু: প্রিয় শ্রোতা, আপনি সুন্দর বলেছেন। সুন্দর আর সুশিক্ষিত দেশ গড়ার লক্ষ্যে চীনারাও একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি আমাদের বাংলাদেশি ভাই-বোনোরাও তাদের দেশকে গড়ে তুলবে সুন্দর আর সুখী হিসেবে। আপনাকে ধন্যবা।
আ: নওগাঁ জেলার সোর্স অফ নলেজ ক্লাবের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, বেশ কিছুদিন পর মুক্তার কথা অনুষ্ঠানে আমি লিখছি। পর পর দুই সপ্তাহের মুক্তার কথা অনুষ্ঠানে নারীদের টেলি কনফারেন্স আমার ভীষণ ভাল লেগেছে। খুব খুশি হয়েছি বাংলাদেশের নারী শ্রোতাদের সচেতনতার মাত্রা দেখে। আমার মতে, লিমার উপস্থাপনায় টেলি কনফারেন্সটি যেমন ছিল অনবদ্য তেমনি তা ছিল এক কথায় অতি উত্কৃষ্টমানের। মুক্তা আপু, পরবর্তী সাধারণ জ্ঞানযাচাই প্রতিযোগিতা কবে থেকে শুরু করবেন জানাবেন কি? নতুন কাঠামোতে চলা বর্তমান একনাগাড়ের তিন ঘন্টা বাংলা অনুষ্ঠান আমার ভাল লাগছে। ওয়েবপেইজের গঠনে যে পরিবর্তন সাধন করা হয়েছে, তা সত্যই আমার ভীষণ নজর কেড়েছে। এটি মানসম্মত হয়েছে বলে স্বীকার করছি। আজ শেষ করি। আপু, গ্রীষ্মকালীন মিষ্টি ফলের মত রসালো জবাব প্রত্যাশা করছি। সবাই ভাল থাকুন।
মু: বন্ধু খোন্দকার রফিকুল ইসলাম, আপনাকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। চলতি বছর সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি, হলে আপনাদের অবশ্যই জানাবো। আশা করি, আপনারা আমাদের বিভিন্ন অনুষ্ঠানের কুইজগুলোতে নিয়মিত অংশ নেবেন। ধন্যবাদ।
আ: টাঙ্গাইল জেলার শ্রোতা আব্দুল ওহাব তার ইমেলে লিখেছেন, শুভকামনা ও ভালবাসা নেবেন। আশা করি ভাল আছেন। আমি মুক্তার কথার নিয়মিত শ্রোতা। কনফারেন্স শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না-রেখে ভারতের বন্ধুদের জন্যও কিছুটা সুযোগ দিন। এবারে চীনা বসন্ত শুভেচ্ছাবাণী বিজয়ী তিন জনের লেখা চমৎকার হয়েছে। থান্দার, তাবাসছুম, হাফিজুরকে অভিনন্দন। এ তিন জনের লেখা পুবের জানালা পত্রিকায় ছাপানোর অনুরোধ রইল। সবার জন্য শুভ কামনা রইল ।
মু: বন্ধু আব্দুল ওহাব, আপনাকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা অবশ্যই ভবিষ্যতে ভারতের শ্রোতাদেরকে কনফারেন্সে অংশ নেয়ার সুযোগ দেবো। আশা করি, আপনিও আমাদের অনুষ্ঠানে অংশ নেবেন।
আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।
মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের সঙ্গে যোগাযোগের ডাক ঠিকানা হচ্ছে: বাংলা বিভাগ, সি আর আই-১১ চীন আন্তর্জাতিক বেতার। PO.BOX NO: 4216, BEIJING, POST CODE NO: 100040, CHINA. আপনারা ঠিকানা ইংরেজিতে লিখলে ভাল। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠান, চীন ও চীন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bengali.cri.cn। আপনার মতামত আপনি সরাসরি ওয়েবপেইজে লিখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)