Web bengali.cri.cn   
বাহরাইনে অনুষ্ঠিত হল বৃহত্তম "রেশম সড়ক" প্রদর্শনী
  2014-04-25 19:52:53  cri

বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত হয়েছে "রেশম সড়ক" প্রদর্শনী। গত ১০ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জানা গেছে, এবারের প্রদর্শনী ছিল চীনা সাংস্কৃতিক সপ্তাহের অংশ। পাশাপাশি বাহরাইনে প্রথমবারের মত অনুষ্ঠিত হল চীনের রেশম প্রদর্শনী। বাহরাইন সরকার ও জনগণ প্রদর্শনীটির যথেষ্ট গুরুত্ব দেয়।

এবারের প্রদর্শনীর আয়োজন করে চীনের রেশম জাদুঘর। কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ৪৬টি গ্রুপের ৬০টি সামগ্রী প্রদর্শন করা হয়েছে। রেশম প্রযুক্তি, প্রাচীনকালের রেশম বস্তু এবং আধুনিক রেশম শিল্প-কর্ম নিয়ে তিনটি ভাগে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। জাদুঘরের একজন কর্মকর্তা বলেন,

প্রদর্শনীতে আমারা বিশেষ করে তিনটি ভিন্ন অংশ প্রদর্শন করি। চীন ও আরবের মধ্যে নমুনা নিয়ে তুলনা করা হয়েছে। এতে প্রতিফলিত হয়েছে যে, আরব অঞ্চলের নমুনাগুলো চীনের রেশমের ওপর প্রভাব ফেলেছে। পাশাপশি আরব অঞ্চলের চাহিদা অনুযায়ী, চীনা রেশমের ধরনও পরিবর্তিত হয়েছে।

চীনের সংস্কৃাতি মন্ত্রণালয়ের বাহ্যিক কালচারাল রিলেশনস ব্যুরোর সহকারী সচিব লি লি ইয়ান গণমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন সময় চীনের তৈরি রেশম সামগ্রী এবার প্রদর্শিত হয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে এটিই ছিল প্রথম রেশম প্রদর্শনী। তিনি বলেন,

রেশম সড়ক প্রদর্শনী, বিশেষ করে চীনের রেশম শিল্প উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পণ্য, প্রথমবারের মতো বাহরাইনে প্রদর্শন করা হয়।

লি লি ইয়ান

এবারের প্রদর্শনী বাহরাইন সরকার এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রদর্শনীর কয়েক সপ্তাহ আগে, দেশটির সরকার ওয়েবসাইটসহ বিভিন্ন পত্রিকায় প্রচারণা চালায়। প্রদর্শনী শুরুর পর দেখা যায় প্রচুর দর্শকের উপস্থিতি।

খালিদ আল খলিফা হচ্ছেন বাহরাইন সরকারের একজন কর্মকর্তা। তিনি চীন সফর করেছিলেন। তিনি গণমাধ্যমকে জানান, তাঁর পরিবারে ব্যবহৃত গালিচা চীনা রেশম দিয়ে তৈরি। তিনি বলেছেন, রেশম সংস্কৃতি হচ্ছে চীনা সভ্যতার এক অংশ। এবারের প্রদর্শনীর মাধ্যমে তিনি আরো ভালোভাবে চীনা রেশমের তৈরি কারুশিল্প এবং গালিচা কিভাবে তৈরি হয় তা উপলব্ধি করেছেন। তিনি বলেন,

বাসায় আমি চীনা রেশম দিয়ে তৈরি গালিচা ব্যবহার করি। পারস্যের গালিচার তুলনায় চীনা রেশমে তৈরি গালিচার বেশ ভাল। বলা যায়, চীনের সিল্ক নৈপুণ্য ও রেশম গালিচার উত্পাদন দক্ষতা পারস্যের চেয়ে অনেক উন্নত মানের।

বাহরাইনের মেয়ে মে আব্দুল আজিজি ছিলেন লেবাননের নাগরিক। চীনের রেশম শিল্প প্রদর্শনীতে অনেক উৎসাহ প্রকাশ করেন তিনি। তিনি বলেন,

প্রদর্শনীটি খুবই চমৎকার। এতো সুন্দর জিনিসপত্র প্রদর্শিত হচ্ছে, যা আমার কল্পনার বাইরে ছিল। সবচেয়ে বিস্ময়কর হচ্ছে সিল্ক নৈপুণ্যগুলো। সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন যে, ৪ মাসে খুবই ছোট এক টুকরো রেশম পণ্য তৈরি করা যায়। রেশম সড়ক প্রদর্শনী এত ভাল লেগেছে যে, তা মুখে প্রকাশ করা যায় না। শুধু বলা যায়, সুন্দর ! এটি সত্যিই সুন্দর!

কনস্টান্টিনোস একজন গ্রীক। বাহরাইনে দু'বছর ধরে কাজ করেছেন তিনি। কিন্তু কখনও চীন যান নি। তিনি বলেন, চীনের রেশম বিশ্ববিখ্যাত। রেশম সড়ক শুধু চীন ও বাহরাইনের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে তাই নয়। বরং চীন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার করেছে। তিনি বলেন,  

প্রদর্শনীটি খুবই আকর্ষণীয়। চীনের রেশম খুবই বিখ্যাত এবং বিশ্বের সবচেয়ে ভালো রেশমগুলোর মধ্যে অন্যতম। এ প্রদর্শনীকে 'রেশম সড়ক' বলা হচ্ছে এ কারণে যে, রেশমের উৎস চীন। কিভাবে রেশম উৎপাদন করা হয়, তা আমাদের শিখিয়ে দিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040