Web bengali.cri.cn   
ঢাকার সরকারি বাসে প্রথমবারের মতো ওয়াইফাই সুবিধা
  2014-04-25 19:52:53  cri

বাংলাদেশের রাজধানী ঢাকায় ১০ এপ্রিল থেকে সরকারি জনপরিবহণ বিআরটিসি বাসে প্রথমবারের মতো ওয়াইফাই সুবিধা দেয়া হয়েছে।

এ সুবিধার মাধ্যমে যাত্রীরা চলতি পথে মোবাইল ফোনের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

প্রাথমিকভাবে পরীক্ষামূলক ১০টি বাসে এ সেবা দেয়া হবে।

তবে, পরবর্তীতে পর্যায়ক্রমে এ সুবিধা আরো সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছে বিআরটিসি।

কর্মকর্তারা বলছেন, প্রাথমিক পর্যায়ে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসি'র মোট ১০টি বাসের যাত্রীরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রতিটি বাসে মোবাইল ফোন অপারেটর টেলিটকের চারটি থ্রিজি ওয়াই-ফাই রাউটার থাকবে। এরকম একটি বাসে অন্তত ৪০ জন যাত্রী স্মার্ট ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

দেশের তরুণ জনগোষ্ঠী, বিশেষ করে যারা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করেন, তারাই এ সেবার মূল গ্রাহক হবেন বলে ধারণা করা হচ্ছে। এ কারণে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে তাদের আগ্রহই সবচেয়ে বেশি।

বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, নতুন ধরনের এ বাসের নাম দেয়া হয়েছে 'ডিজিটাল বাস'।

ওয়াইফাই সেবাসহ এসব বাস ভেহিক্যাল ট্র্যাকিং প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে।

বাসগুলো ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও যাত্রীদের ইন্টারনেট ব্যবহারে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে বিআরটিসি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040