0315muktarkotha
|
আ: সঙ্গে আছি আমি আলিমুল হক।
মু: বন্ধুরা, আজ আন্তর্জাতিক নারী দিবস। ১৯০৯ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগোর নারীরা পুরুষ ও নারীর সমতার দাবিতে মিছিল করেছিলেন। সেই দিনকে স্মরণ করার জন্য জাতিসংঘ ৮ মার্চ জাতিসংঘ নারী অধিকার ও স্বার্থ এবং আন্তর্জাতিক শান্তি দিবস ঘোষণা করে। চীনা নারীরাও অন্যান্য দেশের নারীর মতই দেশের স্বাধীনতা, মুক্তি, সংস্কার ও প্রতিষ্ঠার জন্য বিরাট অবদান রেখেছেন। চীন সরকার নারীদের উন্নয়ন আর অগ্রগতিকে গুরুত্ব দেয়। নারী আর পুরুষের সমতা হচ্ছে চীনের সমাজ উন্নয়নের একটি মৌলিক নীতি। চীনে নারীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সংস্থা রয়েছে।
আ: আচ্ছা, আজকে বিশ্ব নারী দিবসে আমরা আমাদের অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছি কয়েকজন নারী শ্রোতাকে। তাঁরা হলেন ....
মু: আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি এর আগে চীনের চীনা নারীদের অবস্থান বলেছি। আমি জানতে চাই, বাংলাদেশের নারীদের অবস্থান কেমন? আমরা জানি বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী এবং প্রধান বিরোধী দল বিএনপির প্রধানও একজন নারী। তাই, বাংলাদেশে নারীদের অবস্থা ভালো হবার কথা। তাই না? আপনি কী মনে করেন?
আচ্ছা, আমাদের আরো কয়েকজন নারী শ্রোতা লাইনে আছেন। আমাদের নারী শ্রোতাদের সংখ্যা দিন দিন বাড়ছে। তো, আমি জানতে চাই, আমাদের নারী শ্রোতারা আমাদের অনুষ্ঠানে কী কী শুনতে চান?
আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।
মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের সঙ্গে যোগাযোগের ডাক ঠিকানা হচ্ছে: বাংলা বিভাগ, সি আর আই-১১ চীন আন্তর্জাতিক বেতার। PO.BOX NO: 4216, BEIJING, POST CODE NO: 100040, CHINA. আপনারা ঠিকানা ইংরেজিতে লিখলে ভাল। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠান, চীন ও চীন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bengali.cri.cn। আপনার মতামত আপনি সরাসরি ওয়েবপেইজে লিখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)