Web bengali.cri.cn   
চীনা জাতীয় যাদুঘর
  2014-04-02 14:41:11  cri

দর্শক ছাড়া, জাতীয় যাদুঘরে সবসময় দেখা যায় এক দল প্রাণবন্ত তরুণ তরুণীদেরকে। তারা সংস্কৃতি ও শিল্প প্রচারের দূত এবং জনগণ ও যাদুঘরের মধ্যে যোগাযোগের সেতু। তারা ঠিক জাতীয় যাদুঘরের টীকাকার । প্রদর্শিত বস্তুর গল্প দর্শকদের জানানোর সঙ্গে সঙ্গে নিজের জীবনে গভীর ও চমত্কার স্মৃতি সৃষ্টি করেন তারা।

এখন আমরা একজন তরুণ গাইডের সঙ্গে পরিচিত হব। তুং ইন চীনা যোগাযোগ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর কঠোর পরীক্ষায় পাস করে জাতীয় যাদুঘরের একজন গাইডে পরিণত হন। বিশ্ববিদ্যালয়ে তার পেশা উপস্থাপনা এবং যখন জাতীয় যাদুঘরের কথা আসে তুং ইনের মুখে ফুটে ওঠে গর্ব ও আত্মবিশ্বাসের ভাব। তিনি বলেন,

"চীনা জাতীয় যাদুঘরের উদ্দেশ্য হচ্ছে চীনের প্রথম এবং বিশ্বের উচ্চ পর্যায়ের যাদুঘরে পরিণত হওয়া। আমার মনে হয় জাতীয় যাদুঘরে চীনা সংস্কৃতির ৫ হাজার বছরের ইতিহাস পাওয়া যায়। প্রতিটি চীনা দর্শকের এখানে নিজের জাতির মর্যাদা অর্জন করতে পারা আমাদের যাদুঘরের প্রধান ভূমিকা।"

গর্ব নিয়ে প্রতিদিন তুং ইন ভাল কাজ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। একজন টীকাকার হিসেবে তুং ইন ও তার সহকর্মী প্রতিদিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট প্রদর্শনীতে দর্শকদের কাছে প্রদর্শিত বস্তু পরিচয় করিয়ে দেন। প্রাচীন চীন ও পুনরুত্থান পথ দুটি স্থায়ী প্রদর্শনী ছাড়া তুং ইন অস্থায়ী প্রদর্শনী প্রস্তুত করেন। অল্প সময়ে তিনি প্রদর্শনীর সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন, পরিচয় প্রবন্ধ রচনা করেন এবং মুখস্থ করেন।

দর্শক শুধু দেখে টীকাকারের অনর্গল পরিচয় করতে পারার ক্ষমতা কিন্তু তারা দেখে না যে, এই কাজের পিছনে তুং ইন ও তার সহকর্মীর কতটা প্রচেষ্টা ও পরিশ্রম যুক্ত রয়েছে।

তুং ইন বলেন, "টীকাকার হিসেবে আমার কাজ সহজ নয়। কারণ বর্তমানে যাদুঘরে যে প্রদর্শনী আয়োজন করা হয় তা দ্রুত পরিবর্তন হয়। একটি প্রদর্শনী শুরু হওয়ার পর আমরা উচিত্ অল্প সময়ে পরিচয় সেবা প্রদান করতে পারা। প্রদর্শনীর বিষয়বস্তু ভিন্ন এবং একারণে আমাকে অনেক প্রস্তুতি নিতে হয়'।

তাছাড়া, তুং ইন ও তার সহকর্মী অন্য অনেক চ্যালেঞ্জের সম্মুখীণ হন। প্রদর্শনীর বিষয় বৈচিত্রময় এবং যাদুঘরের প্রভাবিত শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেশি মানুষ জাতীয় যাদুঘরে আসে। তাদের মধ্যে রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ইতিহাস বিষয়ক বিশেষজ্ঞ। তুং ইন বলেন, "আমাদের দর্শকের সংখ্যা বেশি এবং তাদের মধ্যে বেশ অনেকেই এক একটি বিষয়ের বিশেষজ্ঞ। তারা প্রদর্শনী দেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে পেশাদার প্রশ্ন করেন। কখনও কখনও আমরা তো কিছু পেশাদার প্রশ্নের উত্তর দিতে পারি না এবং আমি ভাবছি এ পরিস্থিতি আমার জন্য অব্যাহতভাবে লেখাপড়া চালিয়ে যাওয়া এবং উন্নয়নের চালিকা শক্তি।"

টীকাকার হিসেবে তুং ইন নিজের জ্ঞান নিয়ে দর্শকদের চাহিদা পূরণ করেন এবং এর পাশাপাশি দর্শকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় করেন। এ প্রক্রিয়ায় তুং ইনও দর্শকদের মর্যাদা ও স্বীকার অর্জন করেন। তুং ইন বলেন, "টীকাকার একটি সেতু হিসেবে যাদুঘর ও দর্শকদের যুক্ত করে এবং এটা আমাদের প্রধান দায়িত্ব। চীনের ইতিহাস দীর্ঘ এবং চীনের সংস্কৃতি ব্যাপক, এ কারণে দর্শকদের জন্য টীকাকার প্রয়োজন। আমরাও নিজের কথার মাধ্যমে যাদুঘরের ধারণা দর্শকদের জানাই।"

চীনা জাতীয় যাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ভবনে দর্শকরা কৌতুহল নিয়ে প্রদর্শিত বস্তু উপভোগ করছেন। তুং ইন ও তার সহকর্মী হালকা তবে স্পষ্ট কণ্ঠে পরিচয় করিয়ে দিচ্ছেন। তারা ছোট পথের মতো এবং দশর্ক তাদের মাধ্যমে ইতিহাস ও সংস্কৃতির নদীতে ভ্রমণ করতে পারছেন।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040