Web bengali.cri.cn   
নতুন উদ্যোগ 'জেলি' নিয়ে কাজ করছেন বিজ স্টোন
  2014-04-03 16:43:43  cri


সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত 'সাউথ বাই সাউথ ওয়েস্ট ইন্টারঅ্যাকটিভ' উত্সবে হাজির হয়েছিলেন প্রযুক্তি-উদ্যোক্তা ও টুইটারের সহ-প্রতিষ্ঠাতা বিজ স্টোন। সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ইন্টারনেটে মানুষ আরও কৌশলী হবে। যে কাজ করতে শত বছর লাগত, ইন্টারনেটের কল্যাণে এখন তা যেমন এক বছরেই সম্ভব হচ্ছে।

পাশপাশি তিনি টুইটারের পর তাঁর নতুন উদ্যোগ সম্পর্কে জানান, এখন নতুন উদ্যোগ 'জেলি' নিয়ে কাজ করছেন তিনি।

জেলি মূলত প্রশ্নোত্তরভিত্তিক সামাজিক যোগাযোগের সাইট। একে সোশ্যাল সার্চ ইঞ্জিন বলা যেতে পারে। জেলি ব্যবহারকারীরা তাঁদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর এই সামাজিক যোগাযোগের সাইটের মাধ্যমে জানতে পারবেন।

জেলি হচ্ছে অনেকটাই কোরা ও স্ন্যাপচ্যাটের মিশ্রণ। ব্যবহারকারীরা ছবি তুলে এবং তাঁর প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। এ সাইটের মাধ্যমে বন্ধুদের কাছ থেকে প্রশ্নের উত্তর পাবেন।

বিজ স্টোন আরও জানিয়েছেন, অনেক সময় ব্রাউজারের মাধ্যমে সার্চ করলেও অনেক প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হয় না। জেলির মাধ্যমে ছবি ও বন্ধুদের কাছ থেকে উত্তর পাওয়া সহজ হবে। জানা গেছে, আল গোর, জ্যাক ডরসি, ইভান উইলিয়ামসের মতো প্রযুক্তি-উদ্যোক্তারা জেলি তৈরির পেছনে বিনিয়োগ করেছেন। প্রতিষ্ঠাতা বিজ স্টোন জানিয়েছেন, শিগগিরই তাঁর লেখা একটি বই বাজারে আসবে। বইটির নাম 'থিংস অ্যা লিটল বার্ড টোল্ড মি'। সৃজনশীলতা অর্জনে এতে করণীয় বিষয়গুলো থাকবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040