Web bengali.cri.cn   
ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়ছে
  2014-03-13 08:35:25  cri


গার্টনার জানিয়েছে, ট্যাব নির্মাতা হিসেবে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। ৩৬ শতাংশ বাজার দখলে রেখেছে আইপ্যাড নির্মাতা প্রতিষ্ঠানটি। ১৯.১ শতাংশ দখল নিয়ে ট্যাবলেটের বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ২০১৩ সালে তিন কোটি ৭৪ লাখ ইউনিট ট্যাব বিক্রি করেছে স্যামসাং। বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে আসুস। এক কোটি ১০ লাখ ইউনিট ট্যাব বিক্রি করে বাজারে ৫.৬ শতাংশ দখলে রেখেছে তাইওয়ানের প্রতিষ্ঠানটি। সেরা পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে আমাজন ও লেনোভো।

ট্যাবের বাজারে ২০১৩ সালে সবচেয়ে দ্রুত এগিয়েছে চীনের প্রতিষ্ঠান লেনোভো। গত বছরে প্রতিষ্ঠানটির ট্যাব বিক্রি বেড়েছে ১৯৮ শতাংশ পর্যন্ত।

গার্টনার জানিয়েছে, ট্যাবলেটের বাজারে ৫২ শতাংশ থেকে অ্যাপল ৩৬ শতাংশে নেমে এলেও স্যামসাং ৭.৪ শতাংশ এগিয়েছে। এক্ষেত্রে স্যামসাংকে এগিয়ে দিয়েছে গ্যালাক্সি ট্যাবলেটের বিভিন্ন সংস্করণ, শক্তিশালী মার্কেটিং ও প্রচারণা।

গার্টনার জানিয়েছে, ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়ছে। ২০১৩ সালে ১৯ কোটি ৫৪ লাখ ইউনিট ট্যাবলেট বিক্রি হয়েছে যা ২০১২ সালের তুলনায় ৬৮ শতাংশ বেশি। ট্যাবলেটের এ জনপ্রিয়তার পেছনে প্রধান ভূমিকা ছিল এর ছোট ছোট বিভিন্ন আকারের সহজলভ্যতা। কিন্তু এ সময় পিসির বাজার সবচেয়ে বেশি কমেছে।

গার্টনারের গবেষণা অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর বাজারে ক্রেতারা পিসির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে স্মার্ট মোবাইল পণ্যের দিকে ঝুঁকছে। আর এই ক্ষেত্রে সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ট্যাব পেছনে ফেলছে আইপ্যাডকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040