
২০১৭ সালে সারা বিশ্বে স্মার্ট ঘড়ি বিক্রির পরিমাণ ৪৭০ লাখে দাঁড়াবে

0227ruby.m4a
|
অন্য দিকে বিগত ২০১৩ সালে ফিটবিট শরীর চর্চা অনুসরণ বেল্ট জাতীয় পণ্যের নেতৃত্ব দেয়। এ কোম্পানি গত বছরের মে মাসে প্রকাশিত ফিটবিট ফ্লেক্স এবং অক্টোবর মাসে প্রকাশিত ফিটবিট ফোর্স শিরোনামে স্মার্ট বেল্টের মধ্য দিয়ে ২০১৩ সালের শেষার্ধে ৫৩ শতাংশ বাজার দখল করে। এর পর রয়েছে Jawbone UP ও nike নাইকি কোম্পানির Fuelband। এগুলো যথাক্রমে ২১ ও ১৩ শতাংশ বাজার দখল করে।
স্মার্ট ঘড়ির খাতে স্যামসাং কোম্পানি Galaxy Note3 ও Galaxy Gear'র মধ্য দিয়ে ২০১৩ সালের শেষার্ধে ৫৪ শতাংশ বাজার দখল করে। এরপর রয়েছে সনি কোম্পানির স্মার্টওয়াচ, Pebble ও অন্যান্য পণ্য। এর মধ্যে সারা বিশ্বে ১৬ লাখ স্মার্ট ঘড়ি বিক্রি করা হয়।
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
