Web bengali.cri.cn   
২০১৭ সালে সারা বিশ্বে স্মার্ট ঘড়ি বিক্রির পরিমাণ ৪৭০ লাখে দাঁড়াবে
  2014-02-27 20:35:26  cri


গত জানুয়ারি মাসে মার্কিন লাস ভেগাসে ইন্টারন্যাশনাল কনজ্যুমার ইলেক্ট্রনিকস প্রদর্শনী আয়োজন করা হয়। এ প্রদর্শনীতে পরিধেয় ইলেক্ট্রনিক ডিভাইসকে খুব জনপ্রিয় হয়ে ওঠতে দেখা যায়। এ বছরের শেষ নাগাদ পরিধেয় ইলেক্ট্রনিক ডিভাইসের বিক্রির পরিমাণ ১৭০ লাখে দাঁড়াবে। এর মধ্যে রয়েছে স্মার্ট ঘড়ি ও শরীর চর্চা অনুসরণ বেল্ট। Canalys শিরোনামে ডেটা কোম্পানির সর্বশেষ এক রিপোর্ট অনুসারে ২০১৪ সালের শেষ নাগাদ সারা বিশ্বে স্মার্ট ঘড়ির বিক্রির পরিমাণ দাঁড়াবে ৮০ লাখ । ২০১৫ সালে এ পরিমাণ বেড়ে ২৩০ লাখে দাঁড়াবে। ২০১৭ সালে এ পরিমাণ দাঁড়াবে ৪৭০ লাখ।

অন্য দিকে বিগত ২০১৩ সালে ফিটবিট শরীর চর্চা অনুসরণ বেল্ট জাতীয় পণ্যের নেতৃত্ব দেয়। এ কোম্পানি গত বছরের মে মাসে প্রকাশিত ফিটবিট ফ্লেক্স এবং অক্টোবর মাসে প্রকাশিত ফিটবিট ফোর্স শিরোনামে স্মার্ট বেল্টের মধ্য দিয়ে ২০১৩ সালের শেষার্ধে ৫৩ শতাংশ বাজার দখল করে। এর পর রয়েছে Jawbone UP ও nike নাইকি কোম্পানির Fuelband। এগুলো যথাক্রমে ২১ ও ১৩ শতাংশ বাজার দখল করে।

স্মার্ট ঘড়ির খাতে স্যামসাং কোম্পানি Galaxy Note3 ও Galaxy Gear'র মধ্য দিয়ে ২০১৩ সালের শেষার্ধে ৫৪ শতাংশ বাজার দখল করে। এরপর রয়েছে সনি কোম্পানির স্মার্টওয়াচ, Pebble ও অন্যান্য পণ্য। এর মধ্যে সারা বিশ্বে ১৬ লাখ স্মার্ট ঘড়ি বিক্রি করা হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040