Web bengali.cri.cn   
নবজাতককে কিভাবে যত্ন নেওয়া উচিত?
  2014-02-20 18:10:05  cri


অভিভাবকেরা সব সময়ই নবজাতককে খুব যত্নে রাখতে চেষ্টা করেন। শীতকালে নবজাতকের যত্ন নিয়ে একটু বেশি চিন্তিত থাকেন তাঁরা। কারণ শীতে সঠিক যত্ন না পেলে শিশুরা শ্বাসকষ্ট থেকে শুরু করে নিউমোনিয়ায় ভুগতে পারে। তাই শীতে নবজাতকের প্রতি একটু বেশি সতর্ক থাকতে হয়।

সাহাবুদ্দিন মেডিকেল কলেজের চিকিৎসক দীনা শারমিন শীতে নবজাতকের যত্ন সম্পর্কে বেশ কিছু ধারণা দিয়েছেন। যেমন-

সব সময়ই গরম কাপড় নয়

অনেকে মনে করেন শীতকালে নবজাতককে সব সময় গরম কাপড় পরিয়ে রাখতে হয়। ধারণাটা একদম ঠিক নয়। এ সময় শিশুরা মায়ের দুধ পান করার কারণে এমনিতেই তাদের শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে। তাই খুব গরম কাপড় না দিয়ে হালকা সুতির কাপড় পরানোই ভালো। তা না হলে শিশুর শ্বাসকষ্ট হতে পারে। তবে খেয়াল রাখতে হবে শিশুর কাপড়-চোপড় যেন আবহাওয়া বা বাইরের তাপমাত্রার সঙ্গে মানানসই হয়।

শিশুর গোসলে কুসুমগরম পানি

নবজাতকের গোসলের পানি হওয়া উচিত কুসুমগরম। এছাড়া শিশুর গোসলের পানিতে এবং গায়ের জামা-কাপড় ধোয়ার সময় স্যাভলন, ডেটল বা এ ধরনের জীবাণুনাশক ব্যবহার করা উচিত নয়। কারণ এসবের মধ্যে যে ক্ষার থাকে তা শিশুর কোমল ত্বকের জন্য ক্ষতিকর। গোসল শেষে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও শিশুদের জন্য উপযোগী এ ধরনের কোনো লোশন বা তেল শিশুর গায়ে মাখা যেতে পারে।

ডায়পার ব্যবহারে সাবধানতা

নবজাতককে 'ডায়পার' পরালে অবশ্যই নিয়মিত তা বদলানোর কাজটি মনোযোগ দিয়ে করতে হবে; যাতে মল-মূত্র ত্যাগের পর তা দীর্ঘক্ষণ শিশুর গায়ে লেগে না থাকে। আর এ ক্ষেত্রে শিশুদের শরীরে বিশেষ ধরনের 'অ্যান্টি-র্যাশ' ক্রিম ব্যবহার করা ভালো। নইলে শিশুর শরীরে ফুসকুড়ি উঠতে পারে।

ঠান্ডায় নাক বন্ধ হলে

ঠান্ডা লেগে শিশুর নাক বন্ধ হয়ে গেলে 'নরসল নসল ড্রপ' দিনে দুইবার ব্যবহার করা যেতে পারে। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানান ড. দীনা শারমিন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040