Web bengali.cri.cn   
বাংলায় গল্প, আমাদের গল্প-২০১৪০২১৫
  2014-02-17 17:09:44  cri

ট: প্রিয় শ্রোতা, da jiahao!পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। গত সপ্তাহের মতো আজও আপনারা শুনবেন বাংলায় গল্প, আমাদের গল্প।আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আপনাদেরই প্রিয় বন্ধু আমি এনামুল হক টুটুল এবং আমি শিয়েনেন আকাশ

আ: বন্ধুরা, গত সপ্তাহের অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে?

ট: সেটা ছিল আমাদের দু'জনের প্রথম অনুষ্ঠান । সেজন্য এ অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের যেকোনো মতামত আমাদেরকে জানাবেন, যেন আমরা আপনাদেরকে সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি।

আ: এবং চীনা গল্প ও সংস্কৃতি সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান ও কোনো কথা আমাদের বলতে চান সেটাও আমাদের জানাবেন।এ অনুষ্ঠান হচ্ছে একান্তই আপনাদের।এ অনুষ্ঠানে আমরা কখনো চীনে এবং কখনো বাংলাদেশে আপনাদের কাছে.. হাহা।

ট: হ্যাঁ। আকাশ ভাই, আপনিতো সম্প্রতি বেশ অবসর সময় কাটালেন। কিভাবে এসময়টা আপনি পার করলেন।

আ: ও, ভাই চীনে ধারাবাহিকভাবে টেলিভিশন অনুষ্ঠানে সংগীত চলতে থাকে। নাম হচ্ছে song of china অর্থাত চায়নার সংগীত। অবসরে আমি মাঝে মাঝে সেটা দেখি।

ট: ও আচ্ছা, এ অনুষ্ঠান আসলে কিসের উপর ভিত্তি করে তৈরি করা ?

আ: এখানে চীনের গীতিকাররা নিজেদের গান পরিবেশন করেন। অনেক গরীব গীতিকারদের ভালো ভালো গান এর মধ্য দিয়ে সবাই উপভোগ করতে পারে।

ট: তাইনা কি?

আ: হ্যাঁ, এর মধ্যে একটি গান আমার খুবই প্রিয়। যখনি শুনি তখনই আমার চোখে পানি আসে।

ট: হাহা, আমি কখনও আপনাকে কাঁদতে দেখিনি। তাহলে এখনই আমি এ গানটি শুনতে চাই।

আ: দুষ্ট ভাই, ঠিক আছে তাহলে শুনুন গানটি.......।

গানটির নাম হচ্ছে একজন 'গায়কের লাভ লেটার বা ভালোবাসার পত্র'।

গানের কথাগুলো এমন-

জন্ম থেকে আমি গান করছি,

গান করছি আমার প্রেমিকার জন্য।

আমি জানিনা সে কোথায় আছে,

সবসময় আমি তাকে খুঁজছি।

এভাবে আমি দশ বছর পার করেছি

কিন্ত্ত আমি তাকে খুঁজে পাইনি।

সবজায়গায় বড় বড় দালান-কোঠা

আমি শ্বাস নিতে পারিনা।

এখন আমি কি করতে পারি,

পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে

আমার কাছে টাকাও নেই, বাড়িও নেই,

খুবই কষ্টে জীবন কাটাই।

প্রিয় বালিকা, আমাকে অস্বীকার করোনা,

প্রতিদিন আমি তোমার জন্য গান করবো।

প্রিয় বালিকা, প্লিজ আমার জন্য অপেক্ষা করো

আমি তোমাকে আমার বাইকে করে প্রথিবীর সমস্ত প্রান্ত ঘুরে দেখাবো।

প্রিয় বালিকা, তাড়াতাড়ি আমার পাশে এসো,

আমার কাঁধে তোমার মাথা রাখো।

যদিও আমার কোনো টাকা নেই, বাড়ি নেই,

কিন্ত্ত আমার মনের সবকিছু আমি তোমাকে দিতে পারবো।,

ত্রিশ বছরেরও বেশি সময় ধরে আমি গান করছি,

গান করছি আমার ভালোবাসার জন্য।

এখনও আমি জানিনা সে কোথায় আছে,

কিন্ত্ত আমার মনে হয় সে আগামিকাল আমার সামনে দেখা দিবে।

ট: আকাশ ভাই , কেন প্রতিবার আপনি আমাকে কাঁদাতে চান?

আ: ভাই, এ গান তাদের জন্য একটি উপহার যারা ভালোবাসাকে নিয়ে গভীরভাবে স্বপ্ন দেখে।

ট: জ্বী, স্বপ্ন থাকা অবশ্যই ভালো। কিন্ত্ত বেশিরভাগ লোক এ স্বপ্নকে পূরণ করতে পারেনা, পারে কি?

আ: আমি আপনাকে এজন গায়কের গল্প শোনাবো।

তার নাম হচ্ছে চৌ সান। ২৭ বছর বয়স পর্যন্ত তিনি মহাসড়কে প্রবেশ পথে খাজনা আদায় করতেন।

কিন্ত্ত সংগীতের প্রতি ভালোবাসার কারণে তিনি এক সময় তার চাকুরি ছেড়ে দেন এবং সংগীত চর্চা শুরু করেন। জীবন সত্যিই অনেক কঠিন। এসময় তার কাছে টাকা না থাকার কারণে কোনো মেয়েই তাকে তখন আর বিয়ে করতে চায়নি।

ট: মানে টাকা না থাকার কারণে বিয়ে করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে এবং তখন থেকে তিনি বাস্তবতার সাথে আপোষ করে চলতে থাকেন?।

আ: না, অব্যশ না, তিনি প্রতি রাতে বিভিন্ন বারে গান করা শুরু করেন এবং বিভিন্ন ধরনের গান লিখতে থাকেন। এভাবে অনেক সংগ্রামের পর একদিন তিনি বিখ্যাত হয়ে উঠেন। তার এ সংগ্রমের গল্প অনেক মানুষ তথা পুরো জাতিকে তাদের স্বপ্ন পূরণে উত্সাহিত করে।

ট: তাঁর কথা শুনে তাঁকে খুব শ্রদ্ধা করতে ইচ্ছা করছে।

আমরা যারা স্বপ্নবাজ,আমরা সবাই তাকে পছন্দ করি, শ্রদ্ধা করি।

আকাশ ভাই, আমার একটি স্বপ্ন আছে, সেটা কি আপনি জানেন?

আ: আজকে সাবওয়েতে আপনি আমাকে আপনার স্বপ্ন সম্পর্কে বলেছেন, তাই না?

ট: জ্বী , আমি ঢাকা বিশ্ববিদালয়ের ছাত্র ছিলাম । কিন্ত্ত আমাদের দেশে অনেক অনেক ছেলেমেয়ে আছে যারা মেধাবী কিন্তু লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত । কারণ তারা আর্থিকভাবে খুবই অস্বচ্ছল ।

এজন্য আমার ইচ্ছা যদি সম্ভব হয় ভবিষ্যতে আমি বাংলাদেশের গ্রামে একটি ভালো স্কুল এবং পাঠাগার তৈরি করব । যাতে সব গরিব ছেলেমেয়েরা এখানে পড়তে পারে। তারা যেন তাদের মেধাকে সঠিকভাবে ব্যবহার করেত পারে।

হাহা , তখন কিন্ত্ত আমি আপনাকে আমন্ত্রণ জানাবো।

আ: না না শুধু আমন্ত্রণ জানালেই হবেনা।আমরা একসাথে এটা করতে চাই।

আপনি জানেন, আমি উত্তরায় কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ছিলাম। তখন আমি সব সময় গরিব ছেলেমেয়েদের সাহায্য করতাম। আমাদের স্কুলের নিরপত্তা কর্মীর মেয়ে খুবই মেধাবী কিন্ত্ত টাকার কারণে পড়তে পারছিলনা। আমি তাকে এখানে বিনাবেতনে পড়ালেখার সুযোগ করে দেই। তার আবেদন পত্রে আমি উপহার হিসেবে মাও'র একটি কথা লিখি তাহলো- good good study, day day up.

ট: আকাশ ভাই ,আপনি সত্যি একটি ভাল কাজ করেছেন। এতে একদিন তার জীবন বদলে যাবে।

আ: আমি আশা করি একদিন তার স্বপ্ন পূরণ হবে এবং তার পরিবাকে সে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারবে।

ট: বন্ধুরা এ বারের অনুষ্ঠান শুধুই আপনাদের জন্য যারা অনেক কষ্ট করে জীবন যুদ্ধে জয়ী হতে চান।

আ: প্রিয় বন্ধুরা, আপনাদের প্রিয় 'সু্‌ই হু চুয়ান গল্প' শুনাবার আগে, আমরা আপনাদেরকে আরো একটি গান উপহার দিতে চাই। গানের নাম হচ্ছে Stubborn বা একরোখা, বেপরোয়া।

গানের কথাগুলো এমন-

মনে করো যে, এই পৃথিবী এবং আমি সম্পূর্ণ ভিন্ন।

যদি আমি আমার নীতির সাথে আপোষ করি

অথবা আমার নিজের সাথে মিথ্যা আচরণ করি

অন্যরা হয়তো আমাকে ক্ষমা করবে

কিন্তু আমি আমাকে কখনোই ক্ষমা করতে পারবোনা...........

ট: প্রিয় বন্ধুরা, আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে।

আ: বন্ধুরা, এবার তাহলে চা পান করতে করতে আপনাদের প্রিয় সুই হু চুয়ান গল্প শোনা যাক, কেমন?

ট: হ্যাঁ, তাহলে চায়ের কাপে চুমুক দিন আর শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্প সুই হু চুয়ান।

প্রিয় শ্রোতা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজও আপনারা শুনবেন অনুষ্ঠান বাংলায় গল্প, আমাদের গল্প।

বন্ধুরা, আপনাদের প্রিয় এই অনুষ্ঠানে আজ থেকে আপনাদের সঙ্গে থাকবো আমি শিয়ে নান আকাশ এবং আমি এনামুল হক টুটুল।

প্রিয় শ্রোতা, দীর্ঘদিন ধরে প্রচারিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করার জন্য আমরা একটু ভিন্নভাবে তা প্রচারের চেষ্টা করছি।

আশা করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা চীনের প্রচলিত ঐতিহ্যবাহী বিভিন্ন গল্প সম্পর্কে জানতে পারবেন। সেইসাথে এই গল্পের বিষয়বস্তু , বিভিন্ন নান্দনিক দিক এবং এর শৈল্পিক বিন্যাস আপনাদের জ্ঞানের জগতকে আরো বেশি বিস্তৃত করবে। হাজার হাজার বছর ধরে বিরাজমান চীনের এই গল্পমালা আপনাদের কল্পনা শক্তিতে নতুন সৃষ্টিশীলতা যোগ করবে বলে আমরা মনে করি।

প্রিয় শ্রোতা, এখন আমরা আপনাদের অবহ্যাতভাবে

সুই হু চুয়ান সোনাব।

(কাউ ছিউ এবং ওয়াং সাহবের ছেলে খুব দ্রুত পরস্পরের বন্ধু হয়ে যায়। তিনি এ ছেলেটিকে বিভিন্ন ধরনের খারাপ বুদ্ধি দেন। ছেলেটি এবং কাও ছিউ জুয়া খেলা থেকে শুরু করে বিভিন্ন খারাপ কাজ করতে থাকেন। )

অবশেষে ছেলের বাবা এ ব্যাপারে জানতে পারেন।তিনি ভীষণ রেগে যান। তিনি ভাবেন ঐ কাও ছিউ এর কারণে আমার ছেলে এত খারাপ হয়ে গেছে। আমি তাকে অবশই শাস্তি দিবো।

তারপর তিনি তার ছেলেকে অনেক দোষারপ করেন এবং তাকে বলেন, সব দোষ কাও ছিউ কে দেবে।

পরে তিনি আদালতে কাও ছিউ'র বিরুদ্ধে নালিশ করেন।অবশ্য তিনি আগেই টাকা দিয়ে বিচারকের কাছে সবকিছু বর্নণা করেন। টাকা পাওয়ার পর বিচারক তাত্ক্ষণিক ভাবে কাও ছিউকে গ্রেফতারের নির্দেশ দেন।

আদালতে বিচারক কাও ছিউকে দোষারোপ করে বলেন: তুই একটা বেয়াদপ!! এত বড় হয়েছিস তোর কোনো চাকরী নেই। প্রতিদিন উল্টাপল্টা কাজ করে বেরাস! আজ থেকে তুই আর রাজধানীতে থাকতে পারবি না!এখন তোর শাস্তি হলো তোকে বিশ বার beat on the buttock মারা হবে । তুই আর কোনোদিন রাজধানীতে ফিরে যেতে পারবিনা। যদি তোকে এখানে দেখা যায় তাহলে আবার তোকে গ্রেফতার করা হবে ।

বন্ধুরা, beat on the buttocks হচ্ছে প্রচীনকালে চীনের আদালতে ব্যবহৃত বহু প্রচলিত একটি শাস্তি । পুলিশ লম্বা শক্তিশালি লাঠি দিয়ে মানুষের পাছার উপর জোর করে আঘাত করে । এর পর মানুষ আর উঠতে পারেনা।অনেক মানুষ তখন মারা যান।

কাও ছিউ প্রায় বিশটির মত আঘাত খাবার পর অজ্ঞান হয়ে পরে। পুলিশ তাকে কুকুরের মত শহরের বাইরের কোনো একটি বনে ছেড়ে দিয়ে আসে ।

সন্ধ্যার বেলায় কাও ছিউয়ের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে ।একদিকে শরীরে অনেক ব্যাথা, তারপর পকেটে কোনো টাকা পয়সা নেই।

কাও ছিউ মনে মনে ওয়াং সাহেবের উপর ক্ষিপ্ত হতে থাকে । সে বলতে থাকে, ওয়াং তুই এত নিষ্ঠুর! তুই দেখিস!, সুযোগ পেলে এর চেয়ে অনেক বেশি শাস্তি আমি তোকে ফিরিয়ে দেব!

ধীরে ধীরে কাউ ছিউ উঠে দাঁড়ায় । রাজধানীতে ফিরে যাবার সাহসও নেই । মনে মনে ভাবে, এখন কোথায় যাবো আমি ।সে খুব চিন্তার মধ্যে পড়ে যায়।

এমন সময় হঠাত করে তার একজন বন্ধুর কথা মনে পড়ে যায়। তাঁর নাম লিউ সি ছুয়ান। পরিবারের প্রথম ছেলে বলে তার ডাকনাম লিউ তা লাং। তা মানে বড়, লাং মানে পুরুষ।

তিনি হুয়াই সিতে বাস করেন। কাও ছিউ বলতে থাকে, আমি তাঁর কাছে যাবো। মনে হয় সে আমাকে খাবার দিতে পারবে।

এরপর কাউ ছিউ তার বন্ধু লিউ তা লাংয়ের সাক্ষাতের উদ্দেশে রওয়ানা শুরু করে। যাত্রাপথে কাও ছিউ ভিক্ষা করে টাকা রোজগার করে তার ক্ষুধা মেটায়। অনেক কষ্টের পর অবশেষ কাও ছিউ তার বন্ধুর সাক্ষাত পান।

এদিকে লিউ তা লাং কী করছেন জানেন। চীনে একটি প্রবাদ আছে, wu li lei ju, ren yi qun fen , মানে চোরে চোরে মাসতুত ভাই। কাউ ছিউ যেমন একজন ভবঘুরে, তার বন্ধু লিউ তা লাং ও অবশ্য তাই। সেদিক থেকে তার ও কোনো তুলনা হয় না।যারা জুয়া খেলে তাদেরকে সে টাকা ধার দেয় এবং এভাবে সে টাকা উপার্জন করে।

কাও ছিউ কে দেখে লিউ তা লাং কান্নাকাটি শুরু করে দেয় । কাও ছিউ এর মত একজন বিখ্যাত ফুটবল খেলোয়ারকে দেখে সে তার আনন্দ ধরে রাখতে পারেনা।

কিন্ত্ত যখন সে কাও ছিউ এর এই দু:খ দুর্দশার কথা শোনে তখন সে বলে, ভাই, এটাইতো জীবন। কিছু কিছু সময় জীবনে দু:খ আসবে । এটাই স্বাবাভিক। কিন্ত্ত কখনো সাহস হারাবেনা ।আমার এখন খারাপ সময় যাচ্ছে ।এসময় তোমাকে বহন করা আমার পক্ষে কষ্ট হয়ে যাবে । বরং তুমি আমার সাথে আমার কাজ করো।

একথা শুনে কাও ছিউ বলে, ধন্যবাদ ভাই, সারা জীবন আপনার কথা মনে থাকবে।

তার পর থেকে কাও ছিউ সেখানে তার বন্ধুর সাথে কাজ করতে থাকে। কাউ ছিউয়ের দায়িত্ব হচ্ছে যদি কেউ লিউ তা লাংয়ের টাকা ফেরত দেরি করে তখন সে তাদেরকে চাপ প্রয়োগ করে।

একাজ করে সে যে টাকা পায় তা দিয়ে কাও ছিউ প্রতিদিন মদ এবং মাংস খায়। এভাবে সে আরো বেশি আনন্দ উল্লাস করতে থাকে । তাছাড়া এটা করা ছাড়া সে আর কীইবা করতে পারে।

সুপ্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা যদি চাইনিজ গল্প বা সংস্কৃতি সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আমার কাছে email করতে পারেন বা টেলিফোন করতে পারেন।

আমার email ঠিকানা হলো : akashxienan@gmail.com, এবং আমার টেলিফোন নম্বর হলো: 00861068892420.

প্রিয় শ্রোতা, এবার বিদায়ের পালা ।তার আগে আমি আকাশ এবং আমি এনামুল হক টুটুল আপনাদেরকে ওয়ান আন জানাতে চাই।

বন্ধুরা,চীনা ভাষায় ওয়ান আন মানে শুভ রাত্রি। তো বন্ধুরা,আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।আজকের মতো এখানেই বিদায়। চাই চিয়েন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040