Web bengali.cri.cn   
ওয়ান্স
  2014-02-13 16:22:01  cri

রেকর্ড কোম্পানির কাছে তাঁদের এই অ্যালবামকে জনপ্রিয় করে তোলার প্রক্রিয়ায় তাঁরা অনেক কষ্ট করলেন।

অবশেষে সঙ্গীতের প্রতি তাঁদের আন্তরিক ভালোবাসা এবং অতিরিক্ত প্রতিভার কারণে তাঁরা প্রযোজককে রাজি করাতে পারলেন । তাঁদের এই অ্যালবাম উপযুক্ত সম্মান পেলো।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'Into the Mystic' 'ইন্টু দ্য মিস্টিক' ।

বন্ধুরা, এবার আপনাদের ধারণা অনুযায়ী বলুনতো এ চলচ্চিত্রের ফলাফল কি হবে? গায়ক এবং মহিলা কি বিয়ে করবেন?

না, উত্তরটি ভুল । ছবিটির শেষ দিকে গায়ক লন্ডনে চলে যান। চলে যাওয়ার আগে সেই মহিলার কাছে নিজের পিয়ানো রেখে গেলেন। মহিলার সাবেক স্বামী তাঁর কাছে ফিরে আসলেন এবং তাঁরা পুনর্মিলন হলেন অবশেষে তাদের মধ্যে আবার পুনর্মিলন হলো।

উল্লেখ্য, 'the frames 'দ্য ফ্রেইম্স' নামে আয়ার‌ল্যাণ্ডের একটি বিখ্যাত ব্র্যান্ডের প্রধান গায়ক glen hansard গ্লেন হ্যান্সার্ড এবং চেক প্রজাতন্ত্রের তরুণ সঙ্গীতজ্ঞ marketa irglova মার্কেতা ইরগ্লোভা ছবির প্রধান পুরুষ ও মহিলা চরিত্রে অভিনয় করেন।

এই ছবিটি নির্মাণ প্রসঙ্গে জন কার্নি বলেন, 'এ ছবির শুটিং করার পরিকল্পনা সম্পর্কিত আলোচনা ২০০৫ সালে ডাব্লিনে আয়োজিত ফ্রেইম্স নামে ওই ব্যান্ডের কন্সার্টে শুরু হয়। একজন সঙ্গীতজ্ঞ হিসেবে আমি একটি সঙ্গীতময় চলচ্চিত্রের শুটিং করতে চাই।অনেক গানের মাধ্যমে একটি আধুনিক এবং সহজ প্রেমের গল্প বর্ণনা করা যায় এটাই আমার আশা।'

প্রিয় শ্রোতা, আজকের আলোছায়া অনুষ্ঠান শেষ করার আগে আমরা একসঙ্গে 'once' 'ওয়ান্স' শিরোনামে ছবির থিম গান শুনবো।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040