Web bengali.cri.cn   
চীনের ক্ষুদ্র চলচ্চিত্র উত্সব: তরুণদের স্বপ্ন পূরণের এক নতুন প্লাটফর্ম
  2015-11-12 15:02:06  cri

তরুণ পরিচালকেরা যার যার দৃষ্টিভঙ্গি দিয়ে এই সমাজের পর্যালোচনা করেছেন এবং চলচ্চিত্রের মাধ্যমে জীবনের প্রতি যার যার মতামত ও চিন্তাভাবনা তুলে ধরেছেন।

'মেয়ের মিথ্যা কথা' ক্ষুদ্র চলচ্চিত্রটি সর্বশেষে প্রতিযোগিতায় অংশ নেয়। এই চলচ্চিত্রের বিষয়বস্তুও মায়া-মমতার বন্ধন কেন্দ্রিক।

এতে এমন একটি কাহিনী বর্ণনা করা হয়, প্রধান নারী চরিত্র একটি বড় শহরে কাজ করেন। তিনি অনেক ব্যস্ত। নানা ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তিনি বাবা মাকে কেবল ভালো খবর জানান, কোনো খারাপ খবর বা দু:খের খবর জানান না। এই চলচ্চিত্রে খুঁটিনাটি বিষয়ের মাধ্যমে সত্যিকারভাবে শহরে বাস করা জনগণ বিশেষ করে নারীর বাস্তব জীবন তুলে ধরা হয়।

ফলে সন্তানদের প্রতি বাবা মায়ের গভীর ভালোবাসা ও যত্ন ফুটে ওঠে এবং চাকরির সঙ্গে জীবনকে ভারসাম্যপূর্ণ করে তোলা নিয়ে জনগণের মধ্যে একটি চিন্তা তৈরি হয়।

বড় শহরে পরিশ্রম করা তরুণ-তরুণীরা কাজের ব্যস্ততার কারণে খুব কম সময় আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেন।

যখন সময় পান তখন তারা আত্মীয়স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন। তারা তখন শুধুমাত্র সুখবর জানান, তবে কোনো খারাপ বা দু:খের খবর জানান না।তারা আত্মীয়স্বজনকে চিন্তামুক্ত রাখার জন্য মাঝেমাঝে মিথ্যা কথাও বলেন।

আসলে বাবা-মা নিজের সন্তানদের পরিশ্রম করা দেখতে চান না। তারা দেখতে চান না, তাদের সন্তানরা জীবনের অতিরিক্ত চাপ বহন করুক।

'মেয়ের মিথ্যা কথা' ক্ষুদ্র চলচ্চিত্রের পরিচালক লিয়াং চুন হোং সংবাদদাতাদের কাছে পেইচিং শহরে নিজের পরিশ্রমের অভিজ্ঞতা বর্ণনা করেন।

তিনি বলেন, 'প্রথমে আমার মা-বাবা চাইতেন না যে, আমি পেইচিংয়ে পরিশ্রম করি। মা-বাবা নিজের সন্তানের অর্জিত সাফল্যের ওপর বেশি খেয়াল করেন না, তারা শুধু দেখতে চান, তাদের সন্তানরা সুখে থাকুক'।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040