Web bengali.cri.cn   
দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র 'দ্য বয় ইন দ্য স্ট্রাইপড পাজামাস'
  2015-09-03 15:06:02  cri



'দ্য বয় ইন দ্য স্ট্রাইপড পাজামাস' চলচ্চিত্রটি আইরিশ উপন্যাসিক জন বোয়েনের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়। চলচ্চিত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে দু'জন ছেলের গল্প তুলে ধরা হয়। চলচ্চিত্রটির গল্প ১৯৪০ সালে বার্লিনে ঘটে।

ব্রুনো নামে ৮ বছর বয়সী এক ছেলে বাইরে বন্ধুদের সঙ্গে আনন্দের সাথে খেলাধুলা করে। বাসায় ফিরে যাওয়ার পর সে দেখতে পায়, তার মা বড় একটি পার্টি নিয়ে ব্যস্ত । তখনকার জার্মান নাত্সি বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে ব্রুনোর বাবার পদোন্নতির কারণে তার সাথে পরিবারের সকল সদস্যকে অন্য একটা জায়গায় যেতে হবে। তাই চলে যাওয়ার আগে মা বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের নিয়ে একটি পার্টি আয়োজন করেন।

তবে এতে ছোট ব্রুনো একদম খুশি নয়। কারণ অন্য একটা জায়গায় চলে যাওয়া মানে নিজের প্রিয় বাসা ও বন্ধুদের ছেড়ে যাওয়া।

বার্লিনের একটি প্রত্যন্ত উপকণ্ঠে বাসা পরিবর্তনের পর ব্রুনো প্রথমে আশেপাশের নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। সারা দিন সে বিরক্তি বোধ করে। সেখানে সে নিজের সঙ্গে খেলাধুলার করার মতো সমবয়সী কোনো সঙ্গী খুঁজে পায় না।

মাঝেমাঝে ব্রুনো নিজের বাসার জানালা খুলে বাইরে তাকিয়ে থাকে। একদিন সে বাইরে একটি রহস্যময় কৃষি খামার দেখতে পায়, যেখানে সবাই একই রকমের ডোরাকাটা পাজামা পরে কাজ করছেন।

এই রহস্যময় জায়গা ব্রুনোর মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি করে। সে সেখানে গিয়ে ঘুরে বেড়াতে চায়। তবে ওই কৃষি খামারের কাছে যেতে তাকে নিষেধ করা হয়।

আসলে ব্রুনোর মাও বুঝতে পারেন না, ওই কৃষি খামার কি রকমের একটা জায়গা। তিনি মনে করেন, তারা কোনো একটি শ্রম শিবিরের পাশে আছেন। তিনি জানেন না, তার স্বামী তাদের কাছে সত্য গোপন করেছেন। আসলে এই জায়গা হলো একটি গণহত্যার জায়গা অর্থাত্ অশউইয়িটজ বন্দীশিবির।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040