Web bengali.cri.cn   
ছুটিতে চলচ্চিত্রের প্রতি চীনা শিক্ষার্থীদের আকর্ষণ
  2015-08-06 13:08:34  cri



গ্রীষ্মের ছুটিতে চীনা শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকার ফাঁকে বাবা মার সঙ্গে সিনেমা হলে চলচ্চিত্র উপভোগ করেন।

তাই এই সময়ে অর্থাত গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে চীনের চলচ্চিত্র বাজারে গ্রীষ্মকালীন ছুটিকে নিয়ে নির্মিত চলচ্চিত্র দেখা দেয়। এসব চলচ্চিত্রের বিষয়বস্তু সাধারণত অনেক মজার এবং শিক্ষার্থীদের জন্য উপভোগযোগ্য।

চলতি বছরের গ্রীষ্মকালীন ছুটিতে চীনের চলচ্চিত্র বাজার অনেক সফল হয়ে উঠেছে। কয়েকটি ডোমেস্টিক চলচ্চিত্রের বক্স অফিস খুব ভালো হওয়ার ফলে দর্শকেরা ডোমেস্টিক চলচ্চিত্রের আশা দেখতে পান। 'মি.সিক্স' 'এ হিরো অর নট' এবং 'মাঙ্কি কিং: হিরো ইজ ব্যাক' সহ বেশ কয়েকটি চীনা চলচ্চিত্র এই গ্রীষ্মকালীন ছুটিতে প্রদর্শিত হয়। এসব চলচ্চিত্র বক্স অফিসে বিস্ময়কর সফলতা সৃষ্টি করার সঙ্গে সঙ্গে দর্শকদের কাছেও ভীষণ সমাদর অর্জন করে।

দু'জন দর্শক (শিক্ষার্থী) বলেন,

'আমি মনে করি, 'মাঙ্কি কিং: হিরো ইজ ব্যাক' এ চলচ্চিত্রটি অনেক ভালো। এ চলচ্চিত্রটি দেখার আগে আমার ধারণা ছিলো যে, কার্টুন চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর তুলনায় চীনের গুণগত মানের ব্যবধান রয়েছে। তবে 'মাঙ্কি কিং: হিরো ইজ ব্যাক' চলচ্চিত্র আমার আগেকার ধারণা পরিবর্তন করে দিয়েছে। আমি মনে করি, এ চলচ্চিত্রের পরিসমাপ্তি একটু তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে কিন্তু বেশ সহজ। এ চলচ্চিত্রের বিশেষ কার্যক্ষমতা দারুণ ভালো লেগেছে।'

'আমি 'মনস্টার হান্ট' নামের চলচ্চিত্রটি খুব পছন্দ করি। এর দৃশ্য-বিন্যাসের দিক থেকে বলা যায়, তা চীনের বিশেষ কার্যক্ষমতার একটি নতুন মানে উন্নীত হয়েছে। 'মাঙ্কি কিং: হিরো ইজ ব্যাক' এই চলচ্চিত্রটি দারুণ ভালো। আমি মনে করি, এই গ্রীষ্মকালীন ছুটিতে যেসব চলচ্চিত্র প্রদর্শিত হয় সেগুলোকে বলা যায়, মাইলফলক সৃষ্টিকারী শিল্পকর্ম।'

জানা গেছে, প্রদর্শনের মাত্র ২ সপ্তাহের মধ্যে 'মনস্টার হান্ট' চলচ্চিত্রের বক্স অফিস ১৫০ কোটি ইউয়ান ছাড়িয়ে যায়। এই সংখ্যা ২০১২ সালে প্রদর্শিত 'লস্ট ইন থাইল্যান্ড' চলচ্চিত্রের বক্স অফিসকে ছাড়িয়ে চীনের ডোমেস্টিক বক্স অফিসের নতুন চ্যাম্পিয়নে পরিণত হয়েছে।

'মাঙ্কি কিং: হিরো ইজ ব্যাক' চলচ্চিত্রটি প্রদর্শনের প্রথম সাপ্তাহিক ছুটিতে এর বক্স অফিস ১০ কোটি ইউয়ান ছাড়িয়ে যায় বলে ঘোষণা করা হয়।

চলচ্চিত্র সমালোচক থান ফেই সম্প্রতি চীনের চলচ্চিত্রের বক্স অফিস টানা বৃদ্ধি পাওয়ার কারণ বিশ্লেষণ করেছেন। তিনি বলেন,

'এক দিকে চীনের ডোমেস্টিক চলচ্চিত্রের নির্মাণের গুণগত মান আগের চেয়ে ব্যাপকভাবে বেড়েছে। অন্য দিকে গ্রীষ্মকালীন ছুটির সময় এবং ডোমেস্টিক চলচ্চিত্র সংরক্ষণ মাসের সময় প্রায় একই। এই সময় মার্কিন চলচ্চিত্র প্রদর্শিত হয়নি। তাই গ্রীষ্মকালীন ছুটিতে ডোমেস্টিক চলচ্চিত্র অনেক জনপ্রিয় হয়ে ওঠে।'

সাম্প্রতিক বছরগুলোতে চীনের মুলভূভাগের চলচ্চিত্রের বক্স অফিস ব্যাপকভাবে বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত চীনের মুলভূভাগে চলচ্চিত্রের বক্স অফিস ২৪.৮ বিলিয়ন ইউয়ান রেনমিনপিতে দাঁড়িয়েছে। এই সংখ্যা দেখে চলচ্চিত্র খাতের সঙ্গে সংশ্লিষ্ট লোকেরা চীনের চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে আস্থাশীল হয়ে উঠেছেন। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করেন,

ভবিষ্যতে চলচ্চিত্রের বাজার আরো সম্প্রসারিত হবে। বিভিন্ন ধরনের চলচ্চিত্র বাজারে দেখা দেবে। আমাদের এখন থেকে উপলব্ধি করতে হবে যে, যদি ভালোভাবে চলচ্চিত্র নির্মাণ করা যায়, চলচ্চিত্রের গুণগত মান বাড়ানো যায়, তাহলে অবশ্যই বাজারের স্বীকৃতি পাওয়া যাবে।

সর্বশেষ একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ২৮ জুলাই পর্যন্ত চীনের মুলভূভাগের চলচ্চিত্রের বাজার এক মাসের মধ্যে ৫০০ কোটি ইউয়ানের বক্স অফিসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040