Web bengali.cri.cn   
চীনের 'সিনমু' সিনেমা হলে আমরা একদিন
  2015-05-28 16:03:01  cri

লি: প্রতি শনিবার সকাল ৯টায় এই সিনেমা হলে অন্ধদের জন্য একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনের সময় বর্ণনাকারীকে শুরু থেকে শেষপর্যন্ত উপস্থিত থাকতে হয়। প্রতিটি দৃশ্যের খুঁটিনাটি বিষয় অন্ধ দর্শকদের কাছে বর্ণনা করেন তিনি।চলচ্চিত্রের ঘটনার সাথে মিশে গিয়ে আবহসঙ্গীতের সাথে তা দর্শকদের সামনে তুলে ধরেন বর্ণনাকারী। বর্ণনাকারীর বর্ণনা ও আবহসঙ্গীতের মধ্য দিয়ে এক একটি চলচ্চিত্র উপভোগ করেন অন্ধ মানুষেরা।

টু: প্রতি সপ্তাহের শনিবার সকাল সাড়ে আটটার আগে স্বেচ্ছাসেবকরা সিনমু সিনেমা হল প্রাঙ্গণে উপস্থিত হন। তারপর বাস স্ট্যান্ড থেকে অন্ধদেরকে সিনেমা হলে পৌঁছে দেন।

আজকের স্বেচ্ছাসেবকরা একটু বিশেষ। পেইচিং নর্মাল ইউনিভার্সিটি হাই স্কুলের একঝাক তরুণ শিক্ষার্থী আজ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

লি: উই উয়েন সিন নামের একজন ছাত্রী তাদের মধ্যে একজন। তিনি বলেন, আজ তিনি প্রথমবারের মতো একজন স্বেচ্ছাসেবক হিসেবে 'সিনমু' সিনেমা হলে এসেছেন। তিনি বলেন, 'আজ তাদের প্রধান দায়িত্ব হলো অন্ধ মানুষদের বাস স্ট্যান্ড থেকে সিনমু সিনেমা হলে নিয়ে আসা'। তিনি বলেন, 'অন্ধ মানুষদের সাহায্য করা খুবই দরকার। তারা চোখে দেখতে পান না। মনে হয়, অন্যদেরকে সাহায্য করা খুব ভালো একটি কাজ। বাসায় বসে বসে কোনো কাজ না করার চেয়ে বাইরে অন্যদেরকে সাহায্য করা অনেক ভালো।'

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040