Web bengali.cri.cn   
চীনে জাপানের আগ্রাসনের ইতিহাস ও চীনাদের অদম্য প্রতিরোধ যুদ্ধ সম্পর্কিত তথ্যচিত্র 'কুকান'
  2015-04-23 15:36:59  cri

জানা গেছে, 'কুকান' তথ্যচিত্রটি হলো জাপানের আগ্রাসনের বিরুদ্ধে চীনাদের প্রতিরোধ যুদ্ধ সংক্রান্ত বিশাল আকারের প্রথম রঙিন তথ্যচিত্র। এটি হলো জাপানের বিরুদ্ধে চীনাদের প্রতিরোধ যুদ্ধ সংক্রান্ত 'অস্কার' পুরষ্কার লাভ করা চীনের একমাত্র তথ্যচিত্র।

তবে পুরষ্কার অর্জনের পর এই তথ্যচিত্র চীনে প্রদর্শিত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ তথ্যচিত্রটি লুপ্ত হয়ে যায়। তখন থেকে কোনো সিনেমা হলে তা প্রদর্শিত হয়নি। অস্কারের 'একাডেমি অব মোশন পিকচার আটর্স অ্যান্ড সাইন্সেস'-এর নথিপত্রে 'কুকান' তথ্যচিত্রকে 'লুপ্ত ফিল্ম' বলে গণ্য করা হয়।

এক আকস্মিক সুযোগে লি লিং আইয়ের একটি বই পড়েন চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক লুও বিন লোং। বইটিতে 'কুকান' তথ্যচিত্রের বিষয়টি উল্লেখ করা হয়। তাই 'লুপ্ত ফিল্ম' অর্থাত্ 'কুকান' তথ্যচিত্র খুঁজে বের করার গভীর আগ্রহ শুরু হয় লুও বিন লোংয়ের মধ্যে।

২০০৯ সালে লুও বিন লোং সাফল্যের সঙ্গে স্কটের ছেলেকে খুঁজে পান। ছেলের হাতে 'কুকান' তথ্যচিত্রের পূর্ণাঙ্গ একই কপি আছে। একাডেমি অব মোশন পিকচার আটর্স অ্যান্ড সাইন্সেস-এর ‌উদ্যোগে তিন বছরের প্রচেষ্টায় অবশেষে ৮৫ মিনিটের এই তথ্যচিত্র সম্পন্ন করা হয়। এটি ছিলো খুবই কষ্টসাধ্য একটি কাজ। এককথায় প্রকাশ্যে দর্শকদের কাছে এ তথ্যচিত্রটি প্রদর্শন করা সত্যিই সহজ কাজ ছিলো না।

তবে এ তথ্যচিত্র পুনরায় প্রকাশ্যে প্রদর্শিত হওয়ার সঙ্গে সঙ্গে চীনের ওপর জাপানি বাহিনীর আগ্রাসনের নতুন প্রমাণ দর্শকদের কাছে উপস্থাপিত হয়। (লিলি/টুটুল)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040