Web bengali.cri.cn   
ধর্ম ব্যবসায়ীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র 'ওহ মাই গড'
  2015-03-05 15:40:31  cri

কোনো ক্ষতিপূরণ না পেয়ে বীমা কোম্পানির কর্মকর্তার সাথে তর্কে লিপ্ত হয়ে পড়েন কানজি এবং অবশেষে বাসায় ফিরে আসেন। এদিকে কোনো ক্ষতিপূরণ না পাওয়ায় দেউলিয়া হওয়াসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তিনি। দিন দিন দিশেহারা হয়ে পড়েন কানজি এবং অবশেষে ক্ষতিপূরণের আশায় দেবতার বিরুদ্ধে মামলা করেন।

তবে কানজির পক্ষে আইনজীবী হিসেবে কেউ আদালতে হাজির হতে চাননা। কেননা ধর্মীয় বিষয় নিয়ে আইনজীবীরা আদালতে কাজ করতে অনীহা প্রকাশ করেন। তাই তিনি বিভিন্ন আইনজীবীকে খোঁজ করেও ব্যর্থ হন। অবশেষে এক দয়ালু প্রতিবন্ধী আইনজীবীর সাহায্যে তিনি নিজেই নিজের আইজনজীবী হিসেবে আদালতে হাজির হন।

এদিকে দেবতার বিরুদ্ধে আনা কানজির অভিযোগপত্র এক একটি মন্দিরে পাঠানো হয়। ফলে বিভিন্ন মন্দিরের প্রতিনিধি অর্থাত্ ধর্ম গুরুরা আদালতে উপস্থিত হন। আসলে বলা যায়, দেবতার বিরুদ্ধে নয়, মূলত ধর্মীয় তত্পরতার মাধ্যমে টাকা সংগ্রহকারী এক একজন গুরুর বিরুদ্ধে মামলা করতে চান কানজি।

এ ঘট্নায় ধর্মীয় গুরুদের উস্কানি এবং প্রলোভনে ধর্মভীরুরা ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা কানজি এবং তাঁর পরিবারের সদস্যদেরকে হুমকি দিতে থাকেন। কানজির স্ত্রী এবং ছেলেমেয়ে তাঁর কাছ থেকে বিদায় নিয়ে আত্মীয়দের বাসায় চলে যান। চারদিকে আলোচিত হয়ে উঠে কানজির এ ঘটনা। তথ্যমাধ্যমের বিশাল ভূমিকায় কানজি সারা দেশে বিখ্যাত হয়ে যান।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040