Web bengali.cri.cn   
লোভ ও অপরাধবোধের চলচ্চিত্র 'ম্যাচ পয়েন্ট'
  2015-02-05 10:31:29  cri


আয়ারল্যান্ড থেকে লন্ডনে আসা একজন টেনিস কোচ হচ্ছেন 'ম্যাচ পয়েন্ট' চলচ্চিত্রের প্রধান পুরুষ চরিত্র। তার নাম ক্রিস। লন্ডনে আসার পর প্রথমদিকে অর্থনৈতিকভাবে তিনি খুব একটা সচ্ছল ছিলেন না। কিন্তু ভদ্রসমাজে প্রবেশের প্রতি তার ছিলো ভীষণ আগ্রহ। টম নামের এক তরুণ এবং তার পরিবারের সঙ্গে পরিচয় হয় ক্রিসের । খুব দ্রুতই তারা সেরা বন্ধুতে পরিণত হন।

একদিন টমের আমন্ত্রণে টম, টমের ছোট বোন ও তার মেয়ে বন্ধু নোরার সঙ্গে একসাথে অপেরা উপভোগ করেন ক্রিস। প্রথম দেখায় টমের ছোট বোন ক্রিসকে ভালোবেসে ফেলেন। পছন্দ না করা সত্ত্বেও টমের ছোট বোন ক্লোকে বিয়ে করেন ক্রিস। এর ফলে খুব সহজেই লন্ডনের ভদ্রসমাজে প্রবেশ করেন তিনি। ক্লোকে বিয়ে করার পর অর্থ, বিত্ত ও প্রাচুর্যের মধ্যে জীবনযাপন করা শুরু করেন ক্রিস।

অন্যদিকে টম এবং নোরার সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হতে থাকে। কারণ টমের মা নোরাকে পছন্দ করেন না। কারণ নোরা একজন অভিনেত্রী। মা মনে করেন, তাঁদের মতো এমন একটি শ্রদ্ধাভাজন পরিবারের ছেলের পক্ষে একজন অভিনেত্রীকে বিয়ে করা যুক্তিসঙ্গত নয়।

টমের মায়ের বিরোধিতার কারণে টম এবং নোরা একে অপরের কাছ থেকে বিদায় নেন। একদিন রাস্তায় নোরার সঙ্গে ক্রিসের দেখা হয়। আসলে তাদের দু'জনের জন্মই দরিদ্র পরিবারে। তারা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ধনী মানুষকে বিয়ে করতে চান। তবে এক্ষেত্রে সফল হন টম ‌এবং নোরা ব্যর্থ হন। অভিন্ন স্বপ্ন আর অভিন্ন অভিজ্ঞতার কারণে ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে ওঠে, এমনকি তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হন।

আসলে ক্রিস এবং নোরা গোপনে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক বজায় রাখেন। ক্রিসের স্ত্রী ক্লো সন্তান জন্ম দিতে চান। তবে ক্রিস তা চান না। অন্যদিকে ক্রিসের প্রেমিকা নোরা গর্ভবতী হন। ক্রিস নোরাকে গর্ভপাত করাতে চাইলেও নোরা রাজি হন না। তিনি এই সন্তান প্রসব করতে এবং ক্রিসকে বিয়ে করতে চান।

বাস্তবতার সামনে স্বার্থপর হয়ে উঠেন ক্রিস। একজন নারীর জন্য বিলাসী জীবনকে ত্যাগ করতে চান না তিনি। তবে নোরা ক্রিসকে হুমকি দিয়ে বলেন, তাকে বিয়ে না করলে তিনি ক্লো'র কাছে সব সত্য প্রকাশ করে দেবেন।

নোরার কথা শুনে ভীত হয়ে পড়েন ক্রিস। বিলাসবহুল জীবন অব্যাহত রাখার জন্য তিনি কিছু উপায় খুঁজে বের করার চেষ্টা করেন। ক্রিস নোরাকে হত্যা করার পরিকল্পনা করেন। তিনি মনে করেন, নোরা না থাকলে বা নোরা মারা গেলে তাঁর জীবনে চিরদিনের মতো শান্তি বিরাজ করবে এবং তাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না।

ক্রিস একটি পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে চোরের ভান করে নোরার প্রতিবেশীকে গুলি করে হত্যা করেন এবং প্রতিবেশীর বাসার সব জিনিসপত্র লুট করেন। এরপর করিডোরে নোরাকে হত্যা করেন। ফলে পুলিশ ঘটনাস্থলে এসে অনুমান করেন যে, মাদকাসক্ত কোনো একজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হয়তো প্রতিবেশীর বাসায় লুট করে বেরিয়ে যাওয়ার সময় নোরা দেখে ফেলে এবং এজন্য তাকে হত্যা করা হয়।যখন ক্রিস প্রতিবেশীর বাসা থেকে লুট করা মূল্যবান জিনিস নদীতে নিক্ষেপ করছিলেন তখন একটি আংটি যেন টেনিসের মতো নদীর তীরে রেখে যান।

আসলে এই মুহূর্তটি দেখে আমার মতো হয়তো অধিকাংশ শ্রোতারই মনে হতে পারে যে, ক্রিসের অপরাধ অবশ্যই উন্মোচিত হবে। তবে ক্রিস সত্যিই ভাগ্যবান। এক মাদকাসক্ত লোক এই আংটি তুলে নেন এবং নিজের কাছে রাখেন। এরপর এক আকস্মিক দুর্ঘটনায় মারা যান এই ব্যক্তিটি। মাদকাসক্ত ব্যক্তিটি মারা যাওয়ায় পুলিশের অনুমান সত্যি প্রতিফলিত হয়। তাঁরা মনে করেন, এই ব্যক্তিই মানে মাদকাসক্ত ব্যক্তিটিই নোরাকে হত্যা করেছেন। এখানে ক্রিস হত্যাকাণ্ড থেকে রক্ষা পান এবং পরিকল্পনা অনুযায়ী বিজয়ী হন। তিনি অব্যাহতভাবে বর্তমান জীবন উপভোগ করতে থাকেন।

আর এখানেই শেষ হয় গোটা চলচ্চিত্র। আসলে মানুষ যত অন্যায়, অত্যাচার করুক না কেন একদিন না একদিন সত্য উদঘাটিত হবেই। অপরাধীকে শাস্তি পেতেই হয় একদিন না একদিন।

বলা যায়, 'ম্যাচ পয়েন্ট' চলচ্চিত্রের পরিণতিতে দর্শকদের জন্য একটি বড় ধরনের বিস্ময় তৈরি করা হয়। সাধারণ মানুষের ধারণায়, পুলিশ ক্রিসের অপরাধ উদঘাটন করবেন এবং তাঁকে শাস্তি দেবেন। তবে চলচ্চিত্রের পরিচালকের ভাবনা একেবারে ভিন্ন। তিনি এমনভাবে চলচ্চিত্রটি নির্মাণ করেন যেন ক্রিসকে শাস্তি পেতে না হয়।

চলচ্চিত্রটি দেখার পর দর্শকদেরকে স্বীকার করতেই হবে যে, ক্রিস এমন এক লোক যিনি ভাগ্য আঁকড়ে ধরে থাকতে এবং ভাগ্য সৃষ্টি করতে সক্ষম। যখন টমের সঙ্গে তাঁর পরিচয় হয়, তখন তিনি পরিস্থিতি অনুযায়ী টমের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। তিনি টমকে বলেন, তিনি অপেরা শিল্পীদের অনেক পছন্দ করেন। আসলে এভাবে ধীরে ধীরে তিনি ভদ্রসমাজে প্রবেশের চেষ্টা করেন। দরিদ্র ও চতুর ক্রিস এভাবে নিজের লক্ষ্য বাস্তবায়ন করেন।

তিনি স্ত্রী ক্লোয়ের সঙ্গে একগুঁয়ে জীবন নিয়ে বিরক্তিবোধ করেন। এজন্য প্রেমিকা নোরার কাছ থেকে জীবনের উদ্দীপনা খুঁজে বের করতে চান। আসলে নোরা এবং ক্লোকে নিয়ে আনন্দ ফুর্তির মাধ্যমে জীবন কাটাতে চান ক্রিস। তিনি মনে করেন এটিই হলো তার কাছে সবচেয়ে সঠিক জীবন। এর মধ্য দিয়ে একদিকে ভদ্র সমাজে টিকে থাকতে চান, অন্যদিকে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্কও গড়ে তুলতে চান তিনি।

তবে জীবনে সবসময়ই নিজের চাওয়া-পাওয়া পূরণ হয়না। নোরা গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রিসের জীবন একদম বিশৃঙ্খল হয়ে উঠে। তিনি ক্লোকে ত্যাগ করে অভিজাত জীবন থেকে বঞ্চিত হতে চাননা। এখানে ক্রিসের আসল রূপ উন্মোচিত হয়। তিনি শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই নোরার সঙ্গে যোগাযোগ করেন।

অন্য দিকে নোরা ক্রিসকে গভীরভাবে ভালোবেসে ফেলেন এবং তাকে স্বামী হিসেবে পেতে চান। আসলে নোরা ক্রিসের ছলচাতুরী একদমই বুঝতে পারেন না। ফলে তিনি ক্রিসের কাছ থেকে প্রতারিত হন। বলা যায়, নোরার পরিণতি বিয়োগান্তক।

একজন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই পছন্দ করার অধিকার আছে। জীবনের প্রতিটি পছন্দ বা বাছাই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বাছাই আমাদের বাকী জীবনের উপর প্রভাব ফেলে। তাই যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে গভীরভাবে চিন্তা করুন, নিজেকে জিজ্ঞাস করুন- আপনার সিদ্ধান্ত সঠিক কিনা? কারণ বিচার বিবেচনা না করে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, যার জন্য জীবনে পরিতাপ করতে হয়।

হ্যাঁ,যেন আজকের এ চলচ্চিত্রের প্রধান চরিত্রের মতো। চলচ্চিত্রের শেষে খুব স্পষ্টভাবেই দেখা যায়, তিনি নোরাকে হত্যার ঘটনা নিয়ে পরিতাপ করছেন। গহীন রাতে স্বপ্নে নোরা তাঁর কাছে উপস্থিত হন। তিনি নোরাকে বলেন, পুলিশ আমাকে গ্রেফতার করলে খুব ভালো হবে, কেননা তাহলে আমাকে আর অনুতাপ করতে হবে না।

বলা যায়, শেষ দিকে ক্রিসের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করে। তিনি উদ্বেগ, উত্কণ্ঠা ও বিভ্রান্তির মধ্যে পড়ে যান। অনুশোচনা আর অপরাধের চরমতম উত্কণ্ঠা তাকে বিষিয়ে তোলে। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040