Web bengali.cri.cn   
শিশুর বেড়ে উঠায় পরিবারের ভূমিকা সম্পর্কিত চলচ্চিত্র 'আনচে লিবেরো ভা বেনে'
  2015-01-22 15:54:21  cri



ছোট্ট টমি বড় বন ভায়োলা ও বাবার সঙ্গে রোমে বসবাস করে। প্রতিদিন তারা পরিবারে নানা ধরনের ছোটখাটো সমস্যার সম্মুখীন হন। তবে মাঝেমাঝে তাদের মধ্যে ঝগড়া হলেও বেশ সুখে-শান্তিতেই জীবন কাটান তারা।

টমি ফুটবল খেলা পছন্দ করে, তবে বাবা তাকে সাঁতার শিখতে বাধ্য করেন। আর বড় বন সবসময় তার সাথে মজা করতে পছন্দ করেন। মাঝেমাঝে বাবা যখন চাকরিতে ঝামেলার সম্মুখীন হন তখন তিনি টমি এবং ভায়োলার উপর রাগ প্রকাশ করেন।

টমি, ভায়োলা ও বাবার কাছে মা ভালো মানুষ নন। কেননা তিনি বাসার কোনো খোঁজ রাখেন না এবং বাসা থেকে দূরে থাকেন। বাবার কাছে তিনি একজন পতিতা। কারণ তিনি পরিবার ত্যাগ করে বাইরে ধনী পুরুষের সঙ্গে সময় কাটান।

তবে মাঝে মাঝে মা বাসায় ফিরে আসেন এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করতে চান। হঠাত্ একদিন মা আবার বাসায় ফিরে আসেন। তিনি পরিবারের সদস্যদের কাছে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন, তিনি সন্তানদের ভালো মা এবং বাবার ভালো স্ত্রী হতে চান। তিনি সবসময় তাঁদের পাশে থাকতে চান এবং বাসা ত্যাগ না করার অঙ্গীকার করেন। মা বাসায় ফিরে আসার পর পরিবার পূর্ণাঙ্গতা পায়। তিনি একজন ভালো মা ও স্ত্রীর ভূমিকা পালন করার চেষ্টা করেন।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040