Web bengali.cri.cn   
ম্যাডেলেইন
  2014-12-04 08:57:47  cri



জি-সুক নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র হলেন এ চলচ্চিত্রের প্রধান পুরুষ চরিত্র। তাঁর স্বভাব, চরিত্র একটু অন্তর্মুখী। নিজের বাড়ি এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী এ দু'টি স্থান ছাড়া আর অন্য কোথাও তিনি তেমন বিচরণ করেন না ।

একদিন এক বৃষ্টিভেজা রাতে নিজের পুরনো সহপাঠী হি-জিনের সঙ্গে দেখা করেন তিনি। অনেক বছর তাদের মধ্যে কোনো দেখা সাক্ষাত নেই। হি-জিন এখন একজন প্রতিষ্ঠিত 'হেয়ার ডিজাইনার'। তাঁর একটি নিজস্ব সেলুনও রয়েছে ।

তাঁদের দু'জনের চারিত্রিক বৈশিষ্ট্য একে অপর থেকে অনেক ভিন্ন। জি-সুক অনেক শান্ত। ভবিষ্যতে তিনি একজন কবি হতে চান। হি-জিন খুব সহজ-সরল ও প্রাণবন্ত। তিনি আশা করেন, তাঁর জীবনের প্রতিটি দিনই খুব বৈচিত্র্যময় ও রঙ্গিন হবে।

মাঝেমাঝে তাঁরা যখন একে অপরের সঙ্গে দেখা করেন তখন তাঁরা প্রাথমিক স্কুলের অনেক স্মৃতি, অনেক ঘটনা নিয়ে গল্প করেন। প্রাথমিক স্কুল থেকেই একজন হেয়ার ডিজাইনার হওয়ার স্বপ্ন পোষণ করেন হি-জিন।তখন থেকেই নিজের চুলকে একটু ফ্যাশনাবল করে গড়ে তুলতে পছন্দ করেন তিনি। আর এর জন্য তিনি শিক্ষকের অনেক বকুনিও খেয়েছেন।

একদিন ক্লাসরুমে শিক্ষক রাগান্বিত হয়ে হি-জিনের চুলে আঙ্গুল দেখিয়ে বলেন, তোমার চুল খুব সোজা। তুমি নিজে মনে করো, এটা তোমাকে খুব সুন্দর দেখায়, তাইনা?

এরপর শিক্ষক জি-সুককে জিজ্ঞাস করেন, এ ক্লাসের একজন ছাত্র হিসেবে তুমি বলো, হি-জিনের চুলের স্টাইল দেখতে কেমন? জি-সুক বলে উঠেন, আমি মনে করি, হি-জিনের চুলের স্টাইল সত্যিই অনেক সুন্দর। জি-সুকের কথা শুনে হি-জিন খুবই উদ্দীপ্ত হয়ে উঠেন।

সময় দিন দিন পার হতে থাকে । একদিন হাসিঠাট্টার মাধ্যমে হি-জিন প্রেমের প্রস্তাব উত্থাপন করেন। তারা একমাস প্রেমিক-প্রেমিকার মতো করে পরস্পরের সঙ্গে যোগাযোগ করবেন এবং এ একমাস একে অপরের কাছ থেকে বিদায় না নেওয়ার প্রতিশ্রুতি করেন।

হি-জিন আরো বলেন, একমাস পর তুমি নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলবে এবং তখন তুমি আমাকে মনের কথা বলতে পারবে। আমি তখন তোমাকে গ্রহণ করার বিষয় বিবেচনা করবো।

এই একমাসে তাঁরা যথার্থই প্রেমিক-প্রেমিকার মতো আনন্দদায়ক অনেক সময় কাটান। তবে তাঁদের ভালোবাসা অনেক পরীক্ষার সম্মুখীন হয়। প্রথমে জি-সুক নিজের প্রথম বান্ধবীর সঙ্গে আবার মিলিত হন। অন্যদিকে হি-জিন নিজের গর্ভে তাঁর সাবেক ছেলেবন্ধুর শিশুকে আবিষ্কার করেন।এভাবে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে কাহিনী।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040