|
||||||||||||||||||||||||||||

|
guangying
|
ভেনিস চলচ্চিত্র উত্সবে এই প্রথমবারের মতো এমন ধরনের পুরস্কার কোনো চলচ্চিত্র সম্পাদনাকারীকে প্রদান করা হয়। চলতি বছরের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার হিসেবে 'প্রথম গোল্ডেন লায়ন অ্যাওয়ার্ড' মার্কিন চলচ্চিত্র পরিচালক ফ্রেডেরিক উইসম্যানকে দেওয়া হয়। তিনিই চলচ্চিত্রটির পরিচালক। ভেনিস চলচ্চিত্র উত্সবে এই প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালকের হাতে এমন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের ভেনিস চলচ্চিত্র উত্সবের চেয়ারম্যান আলবার্তো বারবেরা তাঁর ভাষণে বলেন, 'এবারে আমাদের এই বিশেষ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্য হলো চলচ্চিত্র পরিচালকের আশেপাশের সহকারীদের উপর গুরুত্বারোপ করা। আমরা কল্পনা করতে পারি, কোনো একজন চলচ্চিত্র পরিচালকের ছবিতে কোনো সুর না থাকলে এর অবস্থা কতটা খারাপ হবে। চলচ্চিত্রে থেলমা স্কুনমাকারের মতো চলচ্চিত্র সম্পাদনাকারী না থাকলে এক একটি মহান চলচ্চিত্র অবশ্যই সৃষ্টি হতো না।'


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |