Web bengali.cri.cn   
বিশ্বের সবচেয়ে বৈশিষ্ট্যময় লাইফ স্টাইল
  2014-09-15 15:23:16  cri
আগের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য সারা বিশ্বের সবচেয়ে বৈশিষ্ট্যময় লাইফ স্টাইলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। বন্ধুদের কি সেকথা মনে আছে ? আজকের অনুষ্ঠানে তারই ধারাবাহিকতা বজায় রাখবো। প্রথমেই আপনাদের নিয়ে যাচ্ছি জার্মানিতে।

জার্মানির প্রথম প্যাকিং ছাড়া মার্কেট ওপেন হতে যাচ্ছে রাজধানী বার্লিনে। মার্কেটটির শ্লোগান 'no packing no waste'। এতে শুধু স্থানীয় দ্রব্য সরবরাহকারী ব্যবসায়ীদের পণ্য বিক্রি হবে। এতে সরবরাহ ফি এবং সরবরাহের প্রক্রিয়ায় কার্বণ নিঃসরণ কমিয়ে দেবে। এ সুপার মার্কেটের প্রতিটি দ্রব্য একটি বড় কনটেইনারে জমা করা হবে। তারপর ক্রেতারা নিজের চাহিদা অনুযায়ী তা ক্রয় করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, প্রত্যেক ক্রেতাকে নিজের কনটেইনার সঙ্গে করে আনতে হবে।

ব্রিটেন

চলতি বছরে'Locavore'শব্দটি অক্সফোর্ড অভিধানে গৃহীত হয়েছে। এ শব্দটির অর্থ 'স্থানীয় উত্পাদিত খাবার বা স্থানীয় মানুষের খাবার'। অনেক ব্রিটিশ নারী ঐতিহ্যবাহী খাবার স্টাইল পছন্দ করেন। 'global village' হাজির হওয়ার আগে মানুষ শুধু স্থানীয় উত্পাদিত খাবার খেতো। আসলে এভাবে আরো টাটকা, আরো সস্তা খাবার কিনতে পারে। অবশ্যই এটি স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে, বেশি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করবে। এতে তরুণ-তরুণীরা অন্য অঞ্চল বা বিদেশে যাবে না, নিজের পরিবারের সঙ্গে থাকবে।

আমেরিকা

বন্ধুরা কি twitter জানেন? প্রতিদিন অনেক মানুষ নিজের twitter অ্যাকাউন্টে দৈনন্দিন জীবনে কথা পোস্ট করে। যেমন, সেলফি, ভ্রমণের ছবি ইত্যাদি। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের নারীরা নিজের দৈনিক পানি-খাওয়া-পরিমান নিয়েও টুইটারে পোস্ট করছেন। হ্যাঁ, মার্কিন নারীরা স্মার্ট ড্রিংকিং কাপ ব্যবহার পছন্দ করেন। এ স্মার্ট ড্রিংকিং কাপের ভেতরে একটি ডিজিটাল কার্ড রয়েছে প্রতিটি নারীর ওজন ও দৈহিক উচ্চতা অনুসারে কাপের মালিককে একটি এসএমএস পাঠিয়ে প্রতিদিনের পানি-খাওয়া-পরিমাণ স্মরণ করিয়ে দেয়। ২০১৫ সালে vessyl নামের একটি নতুন স্মার্ট কাপ প্রকাশিত হবে। তার দাম ৯৯ মার্কিন ডলার। নতুন স্মার্ট কাপের উচ্চ প্রযুক্তিগত বৈশিষ্ট্য হচ্ছে, কাপটি তরলেও উপাদান বিশ্লেষণ করতে পারবে। এ তরলের ফ্যাট, চিনি ও প্রোটিনসহ বিভিন্ন উপাদানের পরিসংখ্যান বিশ্লেষণ করবে এবং শরীরের ওপর তার প্রভাব বিশ্লেষণ করতে পারবে।

অবশেষে আসবো ইতালিতে।

বেশিরভাগ বন্ধুরা সূর্যালোক পছন্দ করেন, তাই না? কিন্তু অনেক সময় বৃষ্টি বা মেঘলা আবহাওয়ায় সূর্য না দেখা গেলে আমাদের কি করা উচিত। ইতালির বিশেষজ্ঞ Paolo Di Trapani Coelux একটি সূর্যালোক simulated system উন্নয়ন শেষ করেছে। 3D প্রযুক্তিও যুক্ত করে আকাশ ও সূর্যালোকের অনুভূতি তৈরি করতে পারে, এমনকি বিভিন্ন পর্যায়ের সূর্যালোক তৈরি করতে পারে, সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলের সূর্যালোকের অনুভূতি সৃষ্টিত করতে পারে। ইতালির মানুষরা নিজের গাড়িতে সূর্যালোক উপভোগ করতে পারবে, এজন্য অস্ট্রেলিয়া যেতে হবে না।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040