|
0701CRI.m4a
|
ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয়
সম্প্রতি আমি চীনের হোপেই প্রদেশের ছেংদে গিয়েছিলাম। সেখানে ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন বিদেশি শিক্ষার্থীর সঙ্গে আমার কথা হয়েছে। তাদের সাথে আলোচনার করার পর আমি জানতে পেরেছি, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয় ২০০৬ সাল থেকে বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে পাকিস্তান, বাংলাদেশ, কেনিয়া, জাম্বিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ২১৪ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। একটু খেয়াল করলেই ছেংদে শহরের রাস্তা, সুপারমার্কেট বা হাসপাতাল এলাকায় দক্ষিণ এশীয় যুবকদের দেখা যায়। তারা মূলত ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চীনা ও বিদেশি ছাত্রের মোট সংখ্যা প্রায় দশ হাজার। এ বিশ্ববিদ্যালয় প্রথমে চীনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শাখা ক্যাম্পাস ছিল। ১৯৮২ সালের নভেম্বরে চীনের শিক্ষা মন্ত্রণালয় একে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে। ২০০৩ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রীয় পরিষদের ডিগ্রি কমিটি এ বিশ্ববিদ্যালয়কে মাস্টার ডিগ্রি প্রদানের ক্ষমতা দেয়।
ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্র ফুটবল দল
ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে বেশ যত্নবান। শিক্ষকরা এখানে যোগ দেওয়ার পর শিক্ষাসংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পান। শিক্ষকদের ইংরেজি ভাষার মান এবং চিকিত্সাবিদ্যার জ্ঞান বৃদ্ধির জন্য ২০০৯ সাল থেকে তাদের ডেনমার্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পাঠানো শুরু হয়।
এবার ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি বাংলাদেশ থেকে আসা দু'জন বাঙালি ছাত্রের সঙ্গে বিশেষভাবে আলাপ করেছি। তারা উভয়ে এ বিশ্ববিদ্যালয় পছন্দ করেন। আজকে শুনবেন ২১ বছর বয়সী সুয়িম রেজার সাক্ষাত্কার। তিনি বিস্তারিতভাবে আমাদের জানিয়েছেন লেখাপড়ার জন্য এ বিশ্ববিদ্যালয়কে বাছাই করার কারণ, এখানকার শিক্ষার ফি, শিক্ষার পদ্ধতি, চীনে তার ছাত্র জীবনের অনুভূতি ইত্যাদি প্রসঙ্গে।
বাংলাদেশের ছাত্র সুয়িম রেজা আর মো: সাইয়দ আল-বাসেট
আমার বিশ্বাস, সুয়িম রেজার কথা শুনে আপনারা ছেংদে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পর্কে ভালো ধারণা পাবেন।
(রেকর্ডিং)
বন্ধুরা, এতোক্ষণ আপনারা বাংলাদেশ থেকে চীনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্র সুয়িম রেজার সাক্ষাত্কার শুনলেন।
সুপ্রিয় শ্রোতা, আপনি কি লেখাপড়া করতে চান? জানতে চান প্রাসঙ্গিক কোনো তথ্য? তাহলে আমাদের জানান। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn. আমরা সাহায্য করার চেষ্টা করবো।
তো বন্ধুরা, খোলামেলা আসর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |