|
সুবর্ণা. সুন্দর গানটি শোনার পর এখন আমরা শ্রোতাদের পাঠানো কয়েকটি চিঠি পড়ে শোনাবো। আজকের প্রথম চিঠিটি লিখেছেন বাঙলাদেশের নওগাঁ জেলার মোহাম্মাদ আব্দুল খালেক। তিনি লিখেছেন: ফুচিয়ান প্রদেশের ছিয়ামেন শহর চীনের সুন্দর সৈকত শহরগুলোর অন্যতম। ছুয়ানচৌ তার চেয়ে তুলনামূলকভাবে অধিক শান্ত ও প্রাচীনকালের বৈশিষ্ট্যময়। ছুয়ানচৌ শহরের ইতিহাস এবং ছুয়ানচৌ'র রঙিন বাতি সম্পর্কিত বেশ কিছু তথ্য আমাকে মুগ্ধ করেছে। ফুচিয়ান প্রদেশের গায়িকা চিনছি'র 'ফুলের মতো' গানটি আমার ভালো লেগেছে। ছুয়ানচৌ শহরের সিচিয়ে রাস্তার চা-দোকান সম্পর্কে জেনেও খুব ভালো লেগেছে। 'রঙিন বাতির মেয়ে' নামক গানটি ছিল এক কথায় মোহনীয়। ছুয়ানচৌ শহরের স্থানীয় অঞ্চলের হালকা খাবার 'সবুজ ডালের কেক' সম্পর্কে জেনে খেতে ইচ্ছে করছে। যদি কখনো ছুয়ানচৌ বেড়াতে যাই, তবে অবশ্যই এ কেকের স্বাদ গ্রহণ করব। সবমিলিয়ে চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে।
আলিম. পরের চিঠি লিখেছেন বাংলাদেশের রাজশাহী জেলার মোঃ এনামুল হক। তিনি লিখেছেন: আপনাদের পরিবেশিত অনুষ্ঠান 'চলুন বেড়িয়ে আসি' নিয়মিত শুনি এবং খুব ভাল লাগে। আপনারা গত ফেব্রুয়ারি মাস থেকে 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানে ক্যুইজ প্রতিযোগিতা শুরু করেছেন। এটা আমাদের জন্য খুব ভাল খবর। পরবর্তী 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানে বিখ্যাত লাসা পর্বত/মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
সুবর্ণা. সুপ্রিয় শ্রোতা, এখন আমরা ঘোষণা করছি গেল তিন মাসের ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ী শ্রোতাদের নাম। ১৫ জন শ্রোতা বিজয়ী হয়েছেন। তারা হচ্ছেন:
১. মোহাম্দাদ খালিদ হাছান,
সি আর আই লিসেনার্স ক্লাব,
কুষ্টিয়া, বাংলাদেশ
২. মোহাম্মাদ সাখাওয়াত হোসেন,
ইন্টারন্যাশনাল লিসেনার্স ক্লাব, সুনামগঞ্জ, বাংলাদেশ।
৩. ফজলুল করিম, সুর সংলাপ রেডিও ক্লাব
যশোর, বাংলাদেশ।
৪. সাখাওয়াত হোসেন বিদ্যুত (সভাপতি)
ডি এক্স রেডিও ফ্যান ক্লাব
ঝিনাইদহ, বাংলাদেশ।
৫. সুনীলবরণ দাস, আরবিআই লিসেনার্স ক্লাব
নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত।
আলিম.
৬. ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন,
উত্তরণ সিআরআই লিসেনার্স ক্লাব
ঢাকা, বাংলাদেশ।
৭. মোহাম্মাদ নিজাম উদ্দিন, উত্তরা, ঢাকা বাংলাদেশ।
৮. মোহাম্মাদ আব্দুল খালেক, আনোয়ার ফ্যান ক্লাব, নওগাঁ, বাংলাদেশ।
৯. শুকুর মাহমুদ, ময়মনসিংহ, বাংলাদেশ।
১০. মঞ্জু দাস, নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত।
সুবর্ণা.
১১. মিসেস মুর্শেদা হোসেন, গুলশান, ঢাকা, বাংলাদেশ।
১২. মোহাম্মাদ জামিউল হক মৃধা, লালপুর, নাটোর, বাংলাদেশ।
১৩. মোহাম্মাদ জিয়াউল হক মৃধা, সাভার, বাংলাদেশ।
১৪. ইশরাত জাহান মিলি, ময়মনসিংহ, বাংলাদেশ।
১৫. শ্যামল কুমার বিশ্বাস, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
আলিম. সব বিজয়ী শ্রোতাকে অভিনন্দন জানাই। যারা বিজয়ী হতে পারেননি, তারা মন খারাপ করবেন না। আমাদের ক্যুইজ প্রতিযোগিতা আগামীতেও চলতে থাকবে। আপনারাও বিজয়ী হতে পারবেন, এই আশা রাখি। আমরা বিজয়ী শ্রোতাদের কাছে যত দ্রুত সম্ভব পুরস্কার পাঠিয়ে দেব।
সুবর্ণা. আমাদের ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn. (সুবর্ণা/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |