Web bengali.cri.cn   
টু আওয়ার ইউথ দ্যাট ইজ ফেডিং এওয়ে
  2013-10-24 13:00:14  cri

প্রিয় আলম রিপন ভাই, ইমেইল দেওয়া জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইমেইলে আপনি আমাদের আলোছায়া শোনার পর নিজের অনুভূতি আমাদের সবার সাথে যেভাবে প্রকাশ করেছেন তা খুবই আন্তরিকতায় ভরপুর। আশা করি, অনুষ্ঠান শোনার পর অন্যান্য শ্রোতাদের মনেও যদি এই একই রকম কোনো অনুভূতির জন্ম নেয়, তাহলে আমাকে চিঠি বা ইমেইলের মাধ্যমে আপনাদের নির্মল অনুভূতি সকল শ্রোতাদের কাছে তুলে ধরতে পারেন। আসলে আলোছায়া অনুষ্ঠানটি সম্প্রচারের আগে আমি মনে করতাম, এটি নিতান্তই একটি বিনোদনমূলক অনুষ্ঠান। শ্রোতারা সপ্তাহব্যাপী ব্যস্ত কাজের অবসর সময়ে আমাদের অনুষ্ঠান শুনে যদি কিছুটি প্রশান্তির পরশ পায় সেটাই হবে এই অনুষ্ঠানের সার্থকতা। কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি যে, এটি কেবল একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, এ অনুষ্ঠান থেকে যদি শ্রোতারা চিত্তবিনোদনের পাশাপাশি কিছু শিক্ষনীয় বিষয় উপভোগ করতে পারেন বা অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন, সেটাই হবে আমার অনুষ্ঠান প্রচারের চুড়ান্ত সার্থকতা। আচ্ছা, প্রিয় শ্রোতা, চলুন তাহলে, এখন ফিরে যাই আজের মূল অনুষ্ঠানে।

আজকের মূল অনুষ্ঠানে রয়েছে 'লন্ডন চলচ্চিত্র উত্সবে 'টু আওয়ার ইউথ দ্যাট ইজ ফেডিং এওয়ে' নামে চীনা চলচ্চিত্র পরিচালক চাও উইয়ের প্রথম চলচ্চিত্রের প্রদর্শন' সম্পর্কিত একটি প্রতিবদেন।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040