Web bengali.cri.cn   
এ সিম্পল লাইফ
  2013-06-13 18:37:37  cri


বাংলাদেশের মাদারীপুর জেলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিসনাস ইউনিটের প্রেসিডেন্ট মোঃ রাসেল শিকদার তাঁর ইমেইলে লিখেন,

প্রিয় লিলি লাবন্য আপু ও লিপন ভাইয়া নি হাও?

লেখার শুরুতে তোমাদের জানাই তালের পিঠা খাওয়ার নিমন্ত্রণ। বর্ষার সময় বাংলাদেশের গ্রাম অন্চলে তালের পিঠা একটি ঐতিহ্যবাহী খাবার। ২৩ এবং ৩০ শে মে আলো ছায়া অনুষ্ঠান খুব মন দিয়ে শুনেছি। ঐ অনুষ্ঠানে দ্যা থ্রী ইডিয়েটস ছবির প্রধান নায়ক চরিত্র আমির খানের পরিচিতি তুলে ধরা হলো। আমি আমির খানের একজন ভক্ত হলে ও এতো দিন তার এসব তথ্য আমার অজানা ছিলো। আমি এটাও জানতাম না সে একজন মুসলমান। ধন্যবাদ CRI কতৃপক্ষকে আলো ছায়ার মতো এতো সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। আমির একজন হিন্দু মেয়েকে বিয়ে করে দু জাতির মধ্যে মেল বন্ধন তৈরী করেছে। তার বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীর সাথে ভালো ব্যাবহার এটা আমাকে আশ্চার্য্য করেছে। আমির খানের উদ্দেশ্য হলো অভিনয়ের নৈপুন্য দিয়ে দর্শকদের মনের শীর্ষ স্থান দখল করা। এছাড়া সে অন্য কোন পুরুস্কার গ্রহনে রাজি ছিল না। অনেক সময় অনেক পুরুস্কারের অফার আসলে ও সে তা গ্রহন করে নি। যতই তার সম্পর্কে জানছিলাম ততই তার প্রতি আমার ভালোবাসা জন্ম নিচ্ছিলো। অনুষ্ঠানের মাঝে যে গান গুলো বাঁজানো হচ্ছিলো তা ছিল হৃদয় গ্রাহী। বিশেষ করে গুজারিশ ছবির গানটি আমার মন ছুঁয়ে গেছে। গানটি শুনতে শুনতে চোখ বন্ধ করে হারিয়ে যাচ্ছিলাম কল্পনার রাজ্যে। প্রিয় লাবন্য আপু,আমি বিশ্ব বিখ্যাত টাইটানিক ছবি এবং টাইটানিক ছবির নায়ক নাইকার সম্পর্কে জানতে চাই। বিশ্ব নন্দিত এই ছবিটি সম্পর্কে আমার জানার আগ্রহ বহু দিনের। আশা করি আমার অনুরোধ রাখবেন।

চাই চেন।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040