Web bengali.cri.cn   
ফ্লিপড
  2013-06-06 10:26:09  cri


প্রথমে আমি এপ্রিল মাসে আমাদের আলোছায়ার সবচে উত্সাহী শ্রোতার নাম ঘোষণা করতে চাই। এপ্রিল মাসের উত্সাহী শ্রোতা হচ্ছেন বাংলাদেশের চুয়াডাংগা জেলার গ্লোবাল সি আর আই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি প্রফেসর আশরাফুল ইসলাম। প্রফেসর আশরাফুল ইসলাম ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার উপহার যত তাড়াতাড়ি সম্ভব পেইচিং থেকে আপানার ঠিকানায় পৌঁছে যাবে। আশা করি উপহারটি আপনার ভাল লাগবে। তাহলে উপহারটির পাওয়ার জন্য আপনি অপেক্ষা করুন । শ্রোতবন্ধুরা যারা উপহার পান নি, তারাও হতাশা হবেন না। মার্চ মাস থেকে প্রতি মাসে আমি একজনকে সবচেয়ে উত্সাহী শ্রোতা হিসেবে বেছে নিবো। তাই বলা যায়, প্রত্যেক শ্রোতারই উপহার পাওয়ার সুযোগ আছে।

আজকের অনুষ্ঠানে আমি 'flipped'/ ফ্লিপড' শিরোনামে যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই।

১৯৫৭ সালে ব্রাইসের পরিবার বাড়ি পরিবর্তন করে তাদের নতুন বাড়িতে উঠে যায় এবং ঘটনাচক্রে জুলি'র পরিবার হয়ে যায় তাদের প্রতিবেশী। কিন্তু ব্রাইসের বাবা তাঁদের এই নতুন প্রতিবেশী জুলি ও তাদের পরিবারকে একদমই পছন্দ করলেন না। তাঁর মনে বদ্ধ ধারণা হলো এই যে, প্রতিবেশীটি রুচিবানতো নয়ই বরং বেশ নোংরা আর অপরিচ্ছন্ন পরিবেশে থাকতে পছন্দ করে। পোশাক, বিত্ত, বৈভব সবকিছুতেই এই প্রতিবেশীর মধ্যে গরিবিয়ানার ছাপ রয়েছে।

অন্যদিকে নতুন প্রতিবেশী ব্রাইসের নীল চোখটি দেখার সেই মূহুর্তেই জুলির হৃদয় ছুঁয়ে যায়, যাকে বলে লাভ এ্যাট ফাস্ট সাইট। তাই ঐ শৈশবেই ব্রাইসের প্রথম চুমুর স্বাদ পেতে গভীর আকাঙ্খার জন্ম নেয় জুলির হৃদয়ে। যদিও প্রাথমিক স্কুল থেকে মাধ্যমিক স্কুল এবং তারপর স্নাতক ডিগ্রি এই দীর্ঘ সময়ে জুলি ছিল তার সহপাঠী কিন্তু ব্রাইসের মনে জুলির প্রতি বিন্দুমাত্র কোনো আগ্রহ ছিলো না। উল্টো নানা অজুহাতে জুলিকে এড়িয়ে চলতো কেননা জুলিকে অত্যন্ত বিরক্তিকর বলেই মনে করতো সে। মজার বিষয় হচ্ছে ব্রাইসের প্রতি জুলির আকাঙ্খা কিন্তু বরাবরের মতোই সুগভীর। যেকোনো উপায়ে হোক ব্রাইসের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেই, এ যেন তার প্রতিজ্ঞা।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040