প্রিয় বন্ধুরা, আপনারা ভালো আছেন? এখন শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত 'খোলামেলা' অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের ভালো বন্ধু প্রকাশ। গেল অনুষ্ঠানে আমি আমাদের বাংলা বিভাগের দু'জন বিশেষজ্ঞ শিহাবুর রহমান এবং সাইদুর রহমান লিপনের সঙ্গে আলোচনা করেছিলাম চীনের চলচ্চিত্র নিয়ে। আজ শুনবেন অসম্পূর্ণ সে আলোচনার বাকি অংশ।