প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম বাংলা বিভাগের দু'জন বিশেষজ্ঞের আমার সাথে চলচ্চিত্র নিয়ে আলোচনা। আলোচনাটি শেষ হয়নি, আগামী সপ্তাহের 'খোলামেলা' অনুষ্ঠানে আমরা এর বাকি অংশটি শুনবো। আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও এ আলোচনা শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো: bengali.cri.cn. এছাড়া আপনাদের মতামতও আমাদেরকে জানাতে পারেন ben@cri.com.cn - এ ইমেল ঠিকানায়। আগামী সপ্তাহে আমার কথা হবে।