Web bengali.cri.cn   
অস্কার বিজয়ী—এ্যাং লী
  2013-03-07 15:04:31  cri

সদ্য সমাপ্ত ৮৫তম অ্যানিউয়াল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে 'লাইফ অব পাই' ছবিটির পরিচালক চীনা ডিরেক্টর এ্যাং লী এবারের অস্কার মহাযজ্ঞের সর্বশ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারটি ছিনিয়ে নেয়। এছাড়া 'আর্গো' সর্বশ্রেষ্ঠ ছবিসহ মোট তিনটি পুরস্কার এবং অস্ট্রিয়ার ছবি 'অ্যমোর' বিদেশি ছবি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ছবির পুরস্কার লাভ করে।

সম্প্রতি আমাদের বেতারের সংবাদদাতা এবারের অস্কার প্রসঙ্গে চায়না ফিল্ম আর্কাইভের প্রবীন ভাষ্যকার শা তেনের সাক্ষাত্কার গ্রহণ করেন। আজকের অনুষ্ঠানের প্রথমেই আমরা তাঁর সাক্ষাত্কারটি শুনবো।

চায়না ফিল্ম আর্কাইভের প্রবীন ভাষ্যকার শা তেন বলেন, 'চীনাদের আলো' হিসেবে খ্যাত এ্যাং লী আবারও সর্বশ্রেষ্ঠ পরিচালক পুরস্কার অস্কার লাভ করায় সত্যিই একটি অনবদ্য উদ্দীপনাময় অভিজ্ঞতা অর্জন করলো সমগ্র চীনবাসী। তিনি বলেন, এ্যাং লী পাশ্চাত্যের সংস্কৃতির সঙ্গে প্রাচ্যের উপাদান সুচারুরূপে সমন্বয় ঘটিয়েছেন। এটাই তাঁর দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অস্কার পুরস্কার পাওয়ার প্রধান কারণ। শা তান বলেন,

'এ্যাং লী'র শিল্পকর্মে প্রাচ্যের মরমিবাদ এবং পশ্চিমের মানবতাবাদের সমন্বয় ঘটানো হয়। কারণ তিনি প্রাচ্যে জন্মগ্রহণ করেন এবং পশ্চিমের শিক্ষা গ্রহণ করেন। তাই তিনি ভিন্নতর গল্প বলার পদ্ধতিতে প্রাচ্য ও পাশ্চাত্বের স্বাদ পূরণ করতে পারেছেন। তাঁর আগের ছবি ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন' চারটি অস্কার জয় করে। কারণ তিনি পশ্চিমা হিরোর প্রচলিত 'উদ্ধার কর্তা'র ধারণাটির সাথে প্রাচ্যের মার্শাল আর্টের অপূর্ব শৈল্পিক সমন্বয় ঘটাতে পেরেছেন। এই ক্ষমতা অন্যান্য চীনা চলচ্চিত্র পরিচালকদের থেকে এ্যাং লী'র মধ্যে সবচেয়ে বেশি।'

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040