Web bengali.cri.cn   
স্বাগত ২০১৩!
  2013-01-07 16:49:31  cri

নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন দেশ আতশবাজির রং-বেরঙের আলো, মুহুর্মুহু হর্ষধ্বনি, আনন্দ-উচ্ছ্বাস আর নানা আয়োজন করে।

নতুন বছর হলো সংস্কারের মাধ্যমে বিভিন্ন দেশের উন্নয়নের বছর। অর্থনীতিকে পুনরুদ্ধারে অতি গুরুত্বপূর্ণ এক বছর। সেটি বিশ্ববাসীর 'ভালো জীবন' অন্বেষণের বছর।

বিভিন্ন দেশের সরকারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় কী তা যদি আমরা দেখতে চাই, তাহলে অর্থনীতি নিশ্চয়ই শীর্ষ স্থানে থাকবে। বিশ্বের অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন বছরে 'সংস্কার' বিভিন্ন দেশের সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের নেতাদের নববর্ষের বার্তায় এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। যেমন, জার্মানির প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা মার্কেল তাঁর নববর্ষের বার্তায় বলেছেন, ইউরোপের ঋণ সংকট-সম্পর্কিত বিভিন্ন সংস্কার ব্যবস্থা কার্যকর হচ্ছে। তবে আরো অনেক সময় লাগবে, সংকট এখনো চলে যায় নি। আসলে ২০১৩ সালের অর্থনৈতিক পরিবেশ আরো কঠিন হবে। ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক সংকট থেকে বিশ্বের বিভিন্ন দেশ যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে পারে নি। তবে তখনকার দায়িত্বহীন আরচণ আর চায় না জার্মানি। বিদায়ী বছরে জার্মানি জনগণের বয়োঃবৃদ্ধি চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং দেশের আর্থিক অবস্থা স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা নেবে।

জার্মানির মতো অন্য দেশের নেতারাও তাঁদের ভাষণে অর্থনীতির কথা উল্লেখ করেন। এ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলঁদ বলেছেন, তিনি ফ্রান্সের ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী। নতুন বছরে ফ্রান্সের সরকারের প্রথম কর্তব্য হবে বেকারত্বের হার কমানো, যাতে দেশের তরুণ তরুণীরা পুনরায় আশা খুঁজে পায়। ২০১৪ সালে তাদের জন্য দেড় লাখ কর্মসংস্থান সৃষ্ট করার পরিকল্পনা আছে সরকারের। সরকারের আরো দু'টি লক্ষ্য হলো বিশ্ব মঞ্চে ফ্রান্সের শিল্প প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বিতা শক্তি বাড়ানো এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

কর্মসংস্থানের ক্ষেত্রে অস্ত্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডও নজর রাখেন। নববর্ষের শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, নিজ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনীতির উন্নয়নের কারণে অস্ট্রেলিয়ার জনগণের পক্ষে বিশ্বের সবচেয়ে ভালো দেশে বসবাস করা সম্ভব হয়। অস্ট্রেলিয়া জনগণের উচিত এর জন্য গর্ব বোধ করা। নতুন বছরে সরকার আরো বেশি কর্মসংস্থান সৃষ্ট করবে এবং ব্যাপকভাবে প্রতিবন্ধীদের জন্য বীমা পরিকল্পনা ও স্কুলের শিক্ষা সংস্কারের গতি ত্বরান্বিত করবে।

নতুন বছরে প্রত্যেকেরই সুন্দর আকাঙ্খা থাকে। তাহলে আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষের নতুন বছরের স্বপ্ন কেমন।

প্রথমে আমরা তুরস্কের দিকে একটু দৃষ্টি ফেরাবো। তুরস্কের রাজধানী আঙ্কারা জনবহুল একটি শহর। শহরের কেন্দ্রস্থলের একটি বাজারে বিভিন্ন জায়গায় উপভোগ করা যায় নতুন বছরের আনন্দের আমেজ। নাপিতশালার মালিক হুনকার দাগিলমাজের দোকান যদিও ছোট, তবুও তার মনে আরো বড় একটি পৃথিবী আছে। তিনি বলেন:

"আমি আশা করি, ২০১৩ সালে আমি ও আমার ছেলেমেয়েরা নিরাপদ এবং সুস্থ থাকবো। এরপর আমি আশা করি, বিশ্বের সব ক্ষুধার্ত শিশু এবং দরিদ্র মানুষের জীবন ভালো হবে। তাদের সুন্দর ভবিষ্যত্ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের সব দেশ এবং বিশেষ করে ধনী মানুষদের উচিত এ ব্যাপারে কাজ করা। আমিও এ ক্ষেত্রে নিজের অবদান রাখতে চাই।"

কোনো কোনো মানুষের আশা খুব বড়, কারো কারো স্বপ্ন হয়তো খুব ছোট। তবে ছোট হলেও খুব রোম্যান্টিক। ওকান কালকান একটি দোকানের কর্মী। তিনি বলেন, ২০১৩ সালে তাঁর সবচেয়ে বড় স্বপ্ন হলো নিজের প্রেয়সীর সঙ্গে তার বিয়ে। তিনি বলেন:

"আমার নিজের ব্যাপারটি বিবেচনা করা উচিত। ২০১৩ সালে আমি আমার প্রেয়সীকে বিয়ে করতে চাই। আমি আমার জীবনের জন্য একটি জানালা খুলতে চাই। এ ছাড়া আমি আমার সব ঋণ পরিশোধ করতে চাই। আশা করি, সুখ আমার জন্য একটি দরজা খুলে দেবে।"

খুব সুন্দর কথা না? ওকানের মত এমন রোম্যান্টিক স্বপ্ন পোষণ করেছে জাপানের একজন তরুণ। তাহলে আমরা এখন জাপানে গিয়ে দেখি তাঁর স্বপ্ন কেমন।

উনত্রিশ বছর বয়সী নাগাই তোশিনো গত বছরের কথা স্মরণ করে বলেন, তাঁর জীবনে নতুন কিছু পরিবর্তন ঘটছে। তিনি বলেন:

"আগামী বছর আমার প্রধান আশা হলো বিয়ে করা। এর আগে আমার এমন চিন্তা ছিল না। তবে আমার মনে হয়, এখন এর জন্য কিছু প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। যেমন প্রথমে একটি বাড়ি কিনতে হবে। আমি ইতোমধ্যেই নতুন বাড়ি দেখতে শুরু করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন সঙ্গী খুঁজে পাওয়া।

আমরা কামনা করি, নাগাই তোশিনো একজন ভালো সঙ্গী খুঁজে পাবেন। আরেকজন জাপানির প্রত্যাশা জানার চেষ্টা করি আমরা। আটাশ বছর বয়সী সুগায়ারা আতসুকো নামের এ যুবক একটি মাধ্যমিক স্কুলে শিক্ষাদান করেন। তিনি আশা করেন, নতুন সরকার নতুন পরিবর্তন আনতে পারবে। তিনি বলেন:

"আমার মনে হয়, অর্থনীতির মন্দার কারণে মানুষের মানসিক অবস্থাও খুব উত্তেজনাময়। এখন নতুন সরকার গঠন হয়েছে। আমি আশা করি, ২০১৩ সালে সবার জীবনকে আরো স্থিতিশীল ও সুখী করার জন্য সরকার কিছু করতে পারবে। ভবিষ্যতের জন্য আমার একটি উজ্জ্বল স্বপ্ন আছে।"

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040