Web bengali.cri.cn   
২০১২ সালের সেরা ব্যক্তিত্বের তালিকা
  2012-12-31 18:58:22  cri

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগজিন ২০১২ সালের সেরা ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। 'টাইম'-এর সেরা ব্যক্তিত্বের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ছাড়া তালিকায় রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও তাঁর স্বামী বিল ক্লিনটন, মিসরের প্রেসিডেন্ট মোহামেদ মোরসি, আ্যাপেল কোম্পানির সি ই ও টিম কুক, ইয়াহু'র সি ই ও মারিসা মেয়ার, অবৈধ অভিবাসী, পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই।

প্রথম স্থান অধিকারী বারাম ওবামাকে খুব আকর্ষণীয় ও শক্তিশালী রাজনীতিবিদ। গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়লাভ করেছেন এবং মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসে প্রবেশ করা দ্বিতীয় কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছেন। যদিও চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে লম্বা নির্বাচন এবং তাতে অনেক চ্যালেঞ্জ ছিল, তবুও তিনি ঠাণ্ডা মাথায় লড়েছেন এবং বিজয় ছিনিয়ে নিয়েছেন।

তিনি এর আগে তাঁর সমর্থকদের বলেছিলেন, 'আমি আপনাদের চিন্তাভাবনা শুনি। আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আপনাদের কারণে আমি আরো ভালো প্রেসিডেন্ট হতে পারবো।' তবে অনেকে মনে করেন, তাঁর দ্বিতীয় মেয়াদ আরো চ্যালেঞ্জিং ও কঠিন হবে।

এ তালিকায় স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং তাঁর স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এ দম্পতি বিশ্বে অত্যন্ত বিখ্যাত। হিলারি একজন সাহসী স্ত্রী, এবং সুন্দরী ও মেধাবী মহিলা। তিনি খুব ভালো রাজনীতিকও। যুক্তরাষ্ট্র ও বিশ্বের রাজনীতি মহলে তাঁর খুব বড় প্রভাব আছে। গত ২৩ আগস্ট ফোবর্স ম্যাগাজিন প্রকাশিত 'বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী'র তালিকায় হিলারি দ্বিতীয় স্থান পান।

বিল ক্লিনটনও বিশ্বব্যাপী পরিচিত। প্রেসিডেন্ট পদ ছেড়ে যাওয়ার পরও তিনি খুব ব্যস্ত। নিজের নাম দিয়ে একটি তহবিল গড়েছেন তিনি। এ ছাড়া তিনি এইডস রোগ প্রতিরোধ, জাতি ও ধর্মের শান্তপূর্ণ সহাবস্থান ইত্যাদি ক্ষেত্রে তিনি অনেক কাজ করছেন। ব্যক্তিগত সামর্থ্য বাইরে, ক্লিনটন অনেক মহিলার দৃষ্টিতে খুব আকর্ষণীয় প্রিয়দর্শন একজন মানুষ।

এ ছাড়া এ তালিকায় মিসরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসিও স্থান পেয়েছেন। সম্প্রতি মিসরের পরিস্থিতি সত্যি অস্থিতিশীল এবং আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির পরিস্থিতির ওপর অনেক গুরুত্ব দেয়। গত ১৭ জুন আয়োজিত মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে মুরসি জয়লাভ করেন। শপথ গ্রহণের পর তিনি আগের প্রেসিডেন্টের কূটনৈতিক কৌশল আমূল বদলে ফেলেন।

প্রেসিডেন্ট হওয়ার পর তিনি নিজের ক্ষমতা বাড়িয়েছেন। যেমন তিনি প্রথমে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিবর্তন করেছেন। এর পর তিনি সংবিধান সংশোধনের এক ডিক্রি জারি করেন। ডিক্রিতে বলা হয়, নতুন সংবিধান প্রণয়ন ও নতুন পার্লামেন্ট গঠনের আগে প্রেসিডেন্টের ডিক্রি ও আদেশ হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কোনো কর্তৃপক্ষ তা পরিবর্তন করতে পারবে না। এ কারণে সৃষ্টি হয় দেশব্যাপী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের 'নিইউয়র্কে টাইমস'-এর এক সম্পাদকীয়তে বলা হয়, মুরসির এ আচরণ তাঁর আগের দুর্বল ভাবমূর্তি একেবারে বদলে দিয়েছে। এবং তাঁর এ উদ্যোগকে নিজের ক্ষমতা সুসংহত করার সবচেয়ে শক্তিশালী ব্যবস্থা হিসেবে দেখা হয়।

তবে কোনো কোনো বিশ্লেষকের ধারণা, এমন উদ্যোগের ফলে ক্ষমতার লড়াইয়ে সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মুরসির জয় হলেও মিসরের পরিস্থিতি এখনো খুব উদ্বেগজনক। সম্প্রতি তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গণভোটে দেশটির নতুন খসড়া সংবিধান গৃহীত হওয়ার পর তিনি এ আহ্বান জানান। মিসরের গণভোটের ফল সম্প্রতি প্রকাশিত হয়। এতে দেখা গেছে, ৬০ শতাংশেরও বেশি ভোটার ইসলামপন্থী সংবিধানটির প্রতি সমর্থন দিয়েছেন। বিরোধিতা করেছেন ৩০ শতাংশ ভোটার। ফলাফল ঘোষণার পর বিশ্লেষকেরা বলছেন, এই সংবিধানটি ইসলামপন্থীদের জন্য সহায়ক হবে।

এতক্ষণ আমরা রাজনৈতিক মহলের বিখ্যাত ব্যক্তিদের নিয়ে কিছু কথা বললাম। এবার তথ্যপ্রযুক্তি জগতে একটু দৃষ্টি ফেরাবো।

২০১২ সালের বার্ষিক ব্যক্তির তালিকায় আপেল কোম্পানীর বর্তমান সি ই ও টিম কুকও স্থান পেয়েছেন। আমরা সবাই জানি, স্টিফ জবসের পর সি ই ও'র দায়িত্ব পালন করা সহজ ব্যাপার নয়। তবে কুক এ বছর উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন, তাই তিনি এবার এই তালিকায় প্রবেশ করেছেন।

অনেকের মনে জবস যেন দেবতার মত, তাঁর মেয়াদে আপেল কোম্পানীর উন্নয়নও যেন পৌরাণিক কাহিনীর মত। বলা যায়, টিম কুক জবসের সঙ্গে তুলনা করা যায় না, মনে হয় এটাও অনেক আপেল ভক্তদের মনের কথা। কুকের পরিচালনা আপেল কোম্পানীও আগের তুলনায় ভিন্ন। তবে কুকও এ কোম্পানীর জন্য নতুন কিছু এনেছেন। এখন তিনি নিজের স্টাইল স্থাপন এবং উপযুক্ত উন্নয়নের পথ খোঁজার জন্য চেষ্টা করছেন। সবাই তাঁর প্রচেষ্টাও দেখেছে।

যদি আমরা বলি জবসের সময় এই আপেলের স্বাদ খুব তরুণ এবং প্রাণচঞ্জল, তাহলে কুকের সময় এই আপেলের স্বাদ মিষ্টি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040