Web bengali.cri.cn   
উসির 'হুয়ালিউড' স্বপ্ন
  2012-12-21 14:41:43  cri

জানা গেছে, প্রথম কিস্তিতে ৫০টি চলচ্চিত্র শিল্পপ্রতিষ্ঠান এ উদ্যানে প্রবেশ করেছে। পরবর্তী ৩ থেকে ৫ বছরের মধ্যে এ চলচ্চিত্র উদ্যানে সংশ্লিষ্ট ৫০০টি শিল্পপ্রতিষ্ঠান প্রবেশ করবে। তখন চলচ্চিত্র খাতের প্রায় ৩০ থেকে ৫০ হাজার কর্মী এখানে কাজ করবেন এবং এ শিল্পের বার্ষিক আকার হবে ২০ বিলিয়ান ইউয়ান রেনমিনপি। চিয়াংসু প্রদেশের কমিউনিস্ট পার্টি কমিটির স্থায়ী সদস্য, উসি পৌর কমিটির সম্পাদক হুয়াং লি সিন বলেন, "উসি জাতীয় ডিজিটাল চলচ্চিত্র শিল্প উদ্যানের নির্মাণকাজ দ্রুততর করলে অবশ্যই উসির সাংস্কৃতিক শিল্পের মহা উন্নয়ন অগ্রসর করবে এবং অর্থনীতির নতুন প্রবৃদ্ধির দিকে পরিণত হবে। এর মধ্য দিয়ে উসির নগরী মোহিনীশক্তিও বাড়বে। উসিকে আরো ফ্যাশনেবল করে তোলার লক্ষ্য অর্জিত হবে।"

উসিতে জনগণ এ চলচ্চিত্র উদ্যানকে 'হুয়ালিউড' বলে ডাকে। মানে এটা হচ্ছে চীনের 'হলিউড'। বিনহু অঞ্চলের কমিউনিষ্ট পার্টি কমিটির সম্পাদক চু ওয়েই পিং স্মরণ করে বলেন, "আমি একটা সমস্যা উপলব্ধি করেছি। আগে আমাদের ধারণা ছিল শুটিং করার পর চলচ্চিত্র তৈরি হয়। কিন্তু আসলে যুক্তরাষ্ট্র ও ইউরোপে চলচ্চিত্রের অনেক অংশ কম্পিউটার ও সফটওয়্যারের সাহায্যে তৈরি হয়। এর মধ্যে অনেক উচ্চ প্রযুক্তির উপায় ব্যবহার হয়। কিছু কিছু স্পেশ্যাল ইফেক্ট শুটিংয়ের মাধ্যমে করা যাবে না। আমরা মনে করি, শহরের মধ্যে বড় শিল্প উন্নয়ন করা যায় না। যখন শুয়েলাং ইস্পাত কোম্পানি এ শহর থেকে সরে যায়, তাদের প্রায় ১ লাখ ৩০ হাজার বর্গমিটারের এক পুরোনো কারখানা সরকারের কাছে ফেরত দেয়। তখন আমরা এ চলচ্চিত্র শিল্প উদ্যান প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিই।"

এরপর অস্কার কমিটির সাবেক চেয়ারম্যান গেইনসকে এ প্রকল্পে সংশ্লিষ্ট করার পর চলচ্চিত্র উদ্যান প্রতিষ্ঠার নানা কাজ আরো সুষ্ঠুভাবে পরিচালিত হতে পেরেছে। এ ডিজিটাল চলচ্চিত্র শিল্প উদ্যান প্রতিষ্ঠার জন্য গেইনস বলিষ্ঠ সমর্থন দিয়েছেন। তিনি বলেন, "বিশ্বের বিভিন্ন মহাদেশে স্টুডিও পরিচালনার একটা পেশাগত কোম্পানি আছে আমাদের। আমাদের বহু বছর ধরে গঠিত একটি কর্ম প্রক্রিয়া ও কর্ম পদ্ধতি আছে। এসব অভিজ্ঞতা আমরা উসি ডিজিটাল চলচ্চিত্র শিল্প উদ্যান প্রতিষ্ঠার কাজে প্রয়োগ করবো।"

২০১০ সালের নভেম্বরে চীনের জাতীয় বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসনের অনুমোদনক্রমে উসি জাতীয় ডিজিটাল চলচ্চিত্র শিল্প উদ্যান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। একই সালের ১৬ মার্চ বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসন আর চিয়াংসু প্রদেশের গণসরকার যৌথভাবে এ চলচ্চিত্র শিল্প উদ্যান প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করে। চলতি বছরের মে মাসে উসি শহরের অর্থ ব্যুরো এ শিল্প উদ্যানের অবকাঠামো নির্মাণ, বিনিয়োগ আকর্ষণ, শিল্প তহবিল প্রতিষ্ঠাসহ নানা ক্ষেত্রের আর্থিক সহায়তা দলিল প্রকাশ করে।

উসি জাতীয় ডিজিটাল চলচ্চিত্র শিল্প উদ্যানের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, তারা চলচ্চিত্রের মাধ্যমে উসিকে এক ফ্যাশনেবল ও সমৃদ্ধ নগর এবং হুয়ালিউডকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের পর্যটকদের পছন্দের স্থানে পরিণত করবেন। (ইয়ু/এসআর)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040