Web bengali.cri.cn   
বিশ্বের সবচে' ধনী দশটি শহর
  2012-11-26 15:31:07  cri

বিশ্বের সবচে' ধনী শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও। আপনাদের কেউ কেউ হয়তোবা সেখানে ইতোমধ্যেই গিয়ে থাকবেন। টোকিও শহরে যেতে আমারও অনেক ইচ্ছা করি। সবাই জানেন, টোকিও একটি আধুনিক আন্তর্জাতিক শহর। শহরটি হোনসু দ্বীপের কুয়ানদো সমতল ভূমির দক্ষিণ দিকে অবস্থিত। শহরে ২৩টি বিশেষ এলাকা, ২৭টি শহর, ৮টি গ্রাম এবং ইজু দ্বীপপুঞ্জ ও ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জ আছে। মোট আয়তন ২১৫৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ১.২৩ কোটি। এটি বিশ্বের সবচে জনবহুল শহরগুলোর একটি। জনসংখ্যা অনুযায়ী, শহরটির জিডিপি হল ৭৮৪.৮ বিলিয়ন মার্কিন ডলার।

কেউ কেউ হয়তো জানতে চাইবেন, সংখ্যাটি কি অনেক বেশি? হ্যাঁ, তা দ্বিতীয় স্থানের নিইউয়র্কের জিডিপির তুলনায় দ্বিগুণ। নিইউয়র্ক হল এ-তালিকার দ্বিতীয় শহর। নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর এবং বৃহত্তম বাণিজ্যিক বন্দর। শহরটি শুধু যুক্তরাষ্ট্রের আর্থিক কেন্দ্র নয়, বিশ্বের আর্থিক কেন্দ্রেগুলোরও অন্যতম। নিইউয়র্কের পাঁচটি এলাকা আছে: ম্যানহাটন, ব্রুকলিন, ব্রোনক্স, কুইস এবং রিচমন্ড। আয়তন ৭৮০ বর্গমিলোমিটার। শহরাঞ্চলের জনসংখ্যা ৭০ লাখেরও বেশি। শহরের জনসংখ্যা অনুযায়ী হিসাব করলে নিইউয়র্কের জিডিপি ৪০৭ বিলিয়ন মার্কিন ডলার।

নিইউয়র্ক শহর বিশ্বের মঞ্চে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শহরটি বিশ্বের অর্থনীতি এবং সংস্কৃতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই প্রতিদিন অনেক পর্যটক বিভিন্ন দেশ থেকে সেখানে ভ্রমণ করেন।

এখন আমরা ব্রিটেনের রাজধানী লন্ডনের কথা বলবো। লন্ডন ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের সমতল ভূমিতে অবস্থিত। লন্ডন শহর ও আশেপাশের ৩২টি এলাকা নিয়ে লন্ডন গঠিত। লন্ডনের বাইরের ১২টি এলাকাকে অন্তর্লন্ডন এবং বাকি ২০টি এলাকাকে বহির্লন্ডন হিসেবে ডাকা হয়। লন্ডন শহর, অন্তর্লন্ডন ও বহির্লন্ডন নিয়ে বৃহত্তর লন্ডন গঠিন হয়েছে। লন্ডন শহর দেশের অর্থ ও বাণিজ্যের কেন্দ্র। পশ্চিম লন্ডনে ব্রিটেনের রাজপ্রাসাদ, প্রধানমন্ত্রীর ভবন, পার্লামেন্ট ও সরকারের বিভিন্ন বিভাগ অবস্থিত। পূর্ব লন্ডন হল শিল্প এলাকা। লন্ডন বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক বিদেশি মুদ্রা বিনিময় ও আন্তর্জাতিক বীমা কেন্দ্র। শহরটি নিইউয়র্কের মত বিশ্বের বৃহত্তম অর্থ ও বাণিজ্য কেন্দ্রগুলোর অন্যতম।

এখন আমরা যে-শহরের কথা বলতে চাই, তা হল দক্ষিণ-পূর্ব এশিয়ার। শহরটির নাম সিউল। সিউল দক্ষিণ কোরিয়ার রাজধানী। এর আয়তন ৬০৫ বর্গকিলোমিটার। এর আয়তন দেশের মোট আয়তনের ০.৬১ শতাংশ। যদিও শহরটি খুব বড় নয়, তবে শহরটিকে দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির কেন্দ্র হিসেবে গন্য করা হয়। শহরের জনসংখ্যা ১ কোটিরও বেশি। শহরটি ২৫টি এলাকায় বিভক্ত।

এবার লস অ্যাঞ্জেলেসের কথা। এ শহর বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকার পঞ্চম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের এ-শহরের আয়তন ১২০০ বার্গকিলোমিটার। এখনকার লসঅ্যাঞ্জেলেস ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রসায়ন, সমুদ্র, মহাকাশ ও ডিজিটাল শিল্পের বৃহত্তম ঘাঁটিতে পরিণত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানকেন্দ্রগুলোর অন্যতম। শহরটিতে বিজ্ঞানী ও প্রকৌশলীর সংখ্যা যুক্তরাষ্ট্রের যে-কোনো শহরের চেয়ে বেশি। বিশ্বখ্যাত সিলিকন ভ্যালি এ-শহরে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলোতে শহরের অর্থনীতি ও বাণিজ্যও দ্রুত উন্নতি হচ্ছে। শহরে শতাধিক ব্যাংকে শাখা আছে। নিইউয়র্কের পর লসঅ্যাঞ্জিলেস যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম আর্থিক কেন্দ্রে পরিণত হয়েছে। শহরের জনসংখ্যা অনুযায়ী লসঅ্যাঞ্জিলেসের বার্ষিক জিডিপি ১৯৬ বিলিয়ন মার্কিন ডলার।

যষ্ঠ ধনী শহর ওসাকা। ওসাকা হল জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর। আয়তন ২০৪ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ৩০ লাখ। জিডিপি ১৯১ বিলিয়ন মার্কিন ডলার।

ওসাকার পরে রয়েছে চীনের হংকং বিশেষ প্রশাসনিক এলাকার স্থান। হংকং চীনের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। ভৌগোলিক অবস্থান খুব ভালো বলে, শহরটিকে পূর্ব-এশিয়ার আর্থিককেন্দ্র হিসেবেও গন্য করা যায়। হংকংয়র মোট আয়তন ১১০৩ বর্গকিলোমিটার। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬৩০০ জন। হংকং হল বিশ্বের ১১তম বাণিজ্যিক শহর, ষষ্ঠ বিদেশি মুদ্রার বিনিময় বাজার এবং ১২তম ব্যাংককেন্দ্র। হংকং-এর শেয়ার বাজারের আকার এতো বড় যে তা এশিয়ার দ্বিতীয় স্থানে রয়েছে।

এখন বলছি শিকাগো শহরের কথা। শিকাগো যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর। তা ইলিনয় রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। শহরের আয়তন ৫৯০.৫ বর্গকিলোমিটার। সেখানে দেশের প্রায় ২০ শতাংশ মানুষ থাকে। শহরের জিডিপি ১৪৬ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্বের সবচে' ধনী শহরের তালিকায় নবম স্থানে আছে কানাডার টরন্টো। শহরের জনসংখ্যা ৪৩ লাখেরও বেশি, আয়তন ৬৩২ বর্গকিলোমিটার। কানাডার অর্থনীতির কথা বিবেচনায় নিলে টরন্টো কানাডার বৃহত্তম শহর। শহরটি কানাডার কেন্দ্রে অবস্থিত। গাড়ি, ডিজিটাল, অর্থ এবং পর্যটন শিল্প টরন্টোর অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টরন্টোর শেয়ার বাজার উত্তর-আমেরিকার তৃতীয় বৃহত্তম শেয়ার বাজার।

সবশেষে বলছি মেক্সিকো শহরের কথা। তালিকায় শহরটির স্থান দশম। অনেক বছর ধরে মেক্সিকো শহরের আয়তন বাড়ছে। আয়তন প্রায় ২০১৮ বর্গকিলোমিটার। মেক্সিকো শহরের জনসংখ্যা ২ কোটি। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি। শহরে জনসংখ্যা বৃদ্ধির হারও বিশ্বের বড় বড় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি। মেক্সিকো শহর হল মেক্সিকোর রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির কেন্দ্র। এর জিডিপি দেশের মোট জিডিপি'র ৪৮ শতাংশ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040