Web bengali.cri.cn   
নোবেল সাহিত্যে বিজয়ী হলেন চীনের লেখক মো ইয়েন
  2012-10-22 18:13:58  cri
মো ইয়েন তার লেখনীতে চীনের লোককাহিনী, ইতিহাস এবং সমকালের মিশেল ঘটিয়েছেন এমনই এক ভ্রমের জাল বুনে, ইংরেজিতে যা 'হ্যালুসিনেটোরি রিয়েলিজম' হিসেবে পরিচিত। এ সাহিত্যরীতিতে মো ইয়েনের হাত ধরে চীনাসাহিত্যের পাঠকরা এক অন্য অভিজ্ঞতার পথে যাত্রা করেছেন।

কৃতিত্বের সম্মানে তিনি নোবেল কমিটির কাছ থেকে ৮ মিলিয়ন সুইডিশ ক্রাউন (১.২ মিলিয়ন মার্কিন ডলার) পুরস্কার মূল্য এবং একটি সনদ পাবেন। উত্তর-পূর্ব চীনের শানতুন প্রদেশে কাওমির এক কৃষক পরিবারে জন্ম মো ইয়েনের।

চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় প্রাথমিক স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন শিশু মো ইয়েন। এরপর মাঠে গবাদি পশু চরানোই ছিল তার কাজ; ক্ষুধার জ্বালায় খেতে হয়েছে গাছের বাকল, আগাছা। মো ইয়েন মানে কথা বলো না। যদিও এটা তার ছদ্মনাম। আসল নাম গুয়ান মোয়ে। তবে ছদ্মনামেই তিনি রেড সরঘ্যাম, দ্য গার্লিক ব্যালাডস, দ্য রিপাবলিক অফ ওয়াইন, বিগ ব্রেস্টস অ্যান্ড ওয়াইড হিপস, লাইফ অ্যান্ড ডেথ আর ওয়্যারিং মি আউটের মতো বহু উপন্যাস লিখেছেন। এ ছাড়া এক্সপ্লোশনস অ্যান্ড আদার স্টোরিস, শিফু : ইউ উইল ডু এনিথিং ফর এ লাভের মতো বহু স্বনামধন্য ছোটগল্প সঙ্কলনের রচয়িতাও তিনিই। চীনা সমাজ জীবনের দলিল বলে খ্যাত মো ইয়ানের রচনায় লু শুনের রাজনৈতিক সমালোচনা এবং গ্যাব্রিয়েল গর্সিয়া মার্কেজের ম্যাজিক রিয়ালিজমের প্রভাব পাওয়া যায় বলে সমালোচকদের মত। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেয়া হবে। গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয় সুইডিশ কবি টোমাস ট্রান্সট্রোয়েমারকে।

সাতান্ন বছর বয়সী এই লেখক সাহিত্যে নোবেল বিজয়ী ১০৯তম ব্যক্তি। মো ইয়েনের গল্প-উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে তার স্বদেশের সমকালীন মানুষের মুখচ্ছবি স্পষ্ট। সমকালীন বাস্তবতার তীক্ষ্ণ সমালোচনায় মুখর ইয়েন। তবে, একইসঙ্গে তিনি সমাজজীবনের এমন এক ঘূর্ণাবর্তকে রূপায়িত করেন যে পথ ধরে অতীত, বর্তমান আর লোকায়ত জীবনের পারষ্পরিক সম্পর্কসূত্রের জটিল ধাঁধায় ঘুরপাক খেতে থাকেন পাঠক।

কল্পনা আর বাস্তবতা, ইতিহাস এবং সামাজিক পরিপ্রেক্ষিতের মিশেলে মো ইয়েন এমন এক জগত্ তৈরি করেন, যা পাঠকের কাছে অনেকটা যেন উইলিয়াম ফকনার এবং গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের দুরূহ জটিলতা নিয়ে হাজির হয়, তবে একইসঙ্গে ইয়েনের জগত্ সেই জটিলতা থেকে বেরিয়ে আসার পথ খোঁজে প্রাচীন চীনা সাহিত্য আর চীনা কথকথার ঐতিহ্য ধরে।

মো ইয়েন উপন্যাস ছাড়াও বহু ছোটগল্প লিখেছেন এবং নানা বিষয়ে বহু প্রবন্ধ রচনা করেছেন। সমাজ-সমালোচনায় মুখর হওয়া সত্ত্বেও ইয়েন তার দেশের অন্যতম প্রধান সমসাময়িক লেখক হিসেবে বিবেচিত।

ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, জার্মান ও সুইডিশ ভাষাসহ বেশ কয়েকটি ভাষায় বিশ্বের বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে ইয়েনের গ্রন্থ।

মো ইয়েন যেভাবে অন্যায়ের প্রতিবাদ করেন – তা অনেকের অপছন্দ। এ সম্পর্কে তিনি বলেন, 'অনেকেই হয়ত রাস্তায় নেমে গলা ফাটিয়ে প্রতিবাদ জানাতে চাইবে। কিন্তু যারা ঘরে বসে সাহিত্যের মধ্য দিয়ে নিজের মতামত তুলে ধরে তাদের প্রতি সহিষ্ণুতা দেখানো বাঞ্ছনীয়।'

তিনিই চীনের প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পেলেন। অবশ্য ইয়েনের নোবেল জয় চীনের জন্য একইসঙ্গে আনন্দ ও উদ্বেগের। আমরাও এর জন্য খুব গর্বিত বোধ করি। এখন চীনের বিভিন্ন বইয়ের দোকানে অথবা ওয়েবসাইটে তাঁর বই খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এ ছাড়া এবার নোবেল পুরস্কার পাওয়ার পর অনেক চলচ্চিত্র কোম্পানিও তাঁর সঙ্গে যোগাযোগ করে, তাঁর বিখ্যাত ও জনপ্রিয় কাহিনীর ভিত্তিতে চলচ্চিত্র তৈরি করার জন্য। আমরা আশা করি, ভবিষ্যতে বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যমে মো ইয়েনের সাহিত্য উপভোগ করতে পারবো আমরা। আমরা আরো আশা করি, বিভিন্ন দেশের মানুষ মো ইয়েনের লেখনীর মাধ্যমে একটি আসল চীনকে উপলব্ধি করতে পারবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040