বন্ধুরা, শান্তা মারিয়া চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে এক বছর কাজ করে মঙ্গলবার পেইচিং ত্যাগ করে স্বদেশে ফিরে গেছেন। চীনে তাঁর এই এক বছরের জীবনে অর্জিত নানা অভিজ্ঞতা তিনি 'খোলামেলা' আসরের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করেছেন।
এদিকে, আমাদের নতুন বিশেষজ্ঞ আলিমুল হক গত ১৭ আগস্ট চীনে এসে পৌঁছান। তিনি এরই মধ্যে 'মুক্তার কথা', 'সাহিত্যের প্রাঙ্গনে' ও 'আলো-ছায়া' অনুষ্ঠানে কণ্ঠ দিয়েছেন এবং খবর পড়েছেন। আপনাদের কেমন লেগেছে? 'খোলামেলা' অনুষ্ঠানে তিনিও নিজের পরিচয় ও অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন শ্রোতাদের কাছে। শুনুন রেকর্ডকৃত এ বিশেষ সাক্ষাত্কার অনুষ্ঠানটি।