Web bengali.cri.cn   
জলবায়ু-পরিবর্তন সৃষ্ট উগ্র প্রাকৃতিক
  2012-09-03 17:21:26  cri
ইন্ডিয়া টাইমসের ২৩ জুলাইয়ের খবরে জানা যায়, ২১ জুলাই দেশটির গোয়া রাজ্য ঝড়বৃষ্টির শিকার হয়। অসংখ্য বাড়িঘর ধসে পড়ে; পাহাড়ধসও দেখা যায়। স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। নিঃসন্দেহে এ দুর্যোগে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুলাই মাসে বন্যা কবলিত হয়। এতে ২.৫ লাখ মানুষ গৃহহারা হয়ে। হাজার হাজার বাড়িঘর এবং কয়েক শ' সড়ক ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় দেখা যায় ভূমিধস। অবস্থা এমন হয় যে, দূর্গত এলাকায় ত্রাণ-সামগ্রী পাঠাতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করতে হয়। এ দুর্যোগ জাপানের ইতিহাসে ক্ষয়ক্ষতির নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এতে ২৮ জন প্রাণ হারায়। তবে আবহাওয়া বিশেষজ্ঞ হুঁশিয়ার করে দিয়েছেন যে, ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগ ঘটার সম্ভাবনা অনেক বেশি। সতর্কতার সঙ্গে এসব মোকাবিলা করতে হবে।

এ ছাড়া রয়টার্স সম্প্রতি রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে, মাত্র কয়েক ঘন্টায় রাশিয়ায় কয়েক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়। এর ফলে দেশটিতে ভয়াবহ বন্যা ঘটে এবং দেড় শতাধিক মানুষ প্রাণ হারায়। তাদের মধ্যে অধিকাংশই ঘুমন্ত অবস্থায় মারা যায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুর্যোগের কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

আরো আতঙ্কের বিষয় জানিয়েছে ব্রিটেনের 'স্কাই টিভি' ও 'সানডে সান' পত্রিকা। তাদের খবরে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্রিটেনের সরকারি উপদেষ্টারা হুঁশিয়ারি করে জানিয়েছেন, ব্রিটেন যদি বন্যা প্রতিরোধ ও মোকাবিলায় বেশি অর্থ বরাদ্দ না দেয় এবং যথোপোযুক্ত পরিকল্পনা না করে তাহলে ২০৩৫ সালে হয়তো ৬ লাখ ১০ হাজারেরও বেশি শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তিগত বাড়িঘর বন্যায় ভেসে যাবে।

খবরে ব্রিটেনের জলবায়ু পরিবর্তন কমিশনের চেয়ারম্যান ক্রেবসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সম্প্রতি সংঘটিত বন্যা ব্রিটেনের আংশিক এলাকার ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে। জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যত জীবনে আরো বেশি এমন উগ্র দুর্যোগ বয়ে আনবে। ভবিষ্যতে এমন বড় ঝড়বৃষ্টি হয়তো প্রায়ই ঘটতে থাকবে। আরো বেশি পরিবার ও শিল্প প্রতিষ্ঠান বন্যায় ভেসে যাবে। তবে আগামী কয়েক বছরের উগ্র জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য বর্তমানে ব্রিটেন সরকারের আর্থিক ঘাটতি ১ বিলিয়ন পাউন্ড। পরিবেশ বিভাগ জানিয়েছে, মুদ্রাস্ফীতির কারণে ভবিষ্যতে বর্তমান পর্যায়ের পরিবেশ দুর্যোগ প্রশমন কার্যক্রমের জন্য প্রতি বছর ২ কোটি পাউন্ড লাগবে। আগামীতে হয়তো এ খাতে আর্থিক ঘাটতে আরো বাড়বে।

এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে – ব্রিটেন এমন একমাত্র দেশ নয়। কানাডার 'ভ্যাঙ্কুভার সান' পত্রিকার এক খবরে বলা হয়েছে, জুলাই মাসে কানাডার কলম্বিয়া প্রদেশে বড় ভূমিধসে চার জন নিখোঁজ হয়। ভ্যাঙ্ককুভার শহরে অবস্থিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এ বিষয়টি নিয়ে এক সম্মেলনের আয়োজন করে। বিজ্ঞানীরা মনে করেন, জলবায়ু পরিবর্তন এমন দুর্যোগের আশঙ্কা বাড়ার মূল কারণ। ঝড়বৃষ্টি এবং দ্রুত গতিতে গলে যাওয়া বরফের কারণে ভূমিধস ও পাহাড়ধস আরো বেশি দেখা যাবে ভবিষ্যতে। সম্মেলনে অংশগ্রহণকারীরা জাপান, সুইজারল্যান্ড ও হংকংসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের ভূমিধস প্রতিরোধ-ভবন এবং পূর্বাভাস ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। তবে পরিবেশ বিভাগের কর্মকর্তারা বলেন, এমন চিন্তাধারা বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ শুধু কলম্বিয়া প্রদেশের জন্য এমন ব্যবস্থা স্থাপনের জন্য এক ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ লাগবে। গোটা কানাডার জন্য এমন ব্যবস্থা অবশ্যই অসম্ভব।

যুক্তরাষ্ট্রের ডুলুথ শহরের 'দি নিউজ ট্রিবুন'-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আবহওয়া ও সমুদ্র ব্যবস্থাপনা ব্যুরো মিনেসোটা রাজ্যসহ দশ বারোটি রাজ্যের আবহওয়া কেন্দ্রের বৃষ্টির পরিমাণ বিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করেছে। সর্বশেষ পূর্বাভাস থেকে জানা গেছে, ভবিষ্যতে আরো ঘন ঘন দেখা যাবো অতি বিরাট ঝড়বৃষ্টি। আগে এক বছরে এক বার বড় বৃষ্টিপাত দেখা গেলেও ভবিষ্যতে হয়তো তা প্রায়ই ঘটবে। স্থানীয় আবহওয়া বিভাগের কর্মীরা বলেন, ভবিষ্যতের এমন দুর্যোগ মোকাবিলা করার জন্য তারা শুধু বর্তমান অবকাঠামো সম্প্রসারণ করতে পারেন। স্থানীয় অবকাঠামো বিভাগের কর্মকর্তাও বলেন, সেতু ও পয়োঃনিষ্কাশনের মতো বড় আকারের অবকাঠামোর পুণর্নির্মাণ সহজ ব্যাপার নয়। বর্তমান অবকাঠামো বড় বৃষ্টিপাত মোকাবিলা করতে সক্ষম নয়। কর্মীরা শুধু বর্তমান অবকাঠামো মেরামত করতে পারেন। তবে সংশ্লিষ্ট নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য আরো বেশি সময় ও অর্থ লাগবে।

বিভিন্ন দেশের অবস্থা দেখে উপলব্ধি করা যায়, আমাদের জীবনে ভবিষ্যত চ্যালেঞ্জ অনেক বড়। বিভিন্ন দেশও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা নিয়ে গবেষণা করছে। তবে এ ক্ষেত্রে আমরা সাধারণ মানুষও কিছু করতে পারি। পরিবেশ সংরক্ষণের জন্য পৃথিবীর প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। সরকারের সঙ্গে আমরা সবাই সহযোগিতা করলে হয়তো এ ক্ষেত্রে আমাদের অগ্রগতি আরো ভালো হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040