Web bengali.cri.cn   
মায়ানমার, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি হীরা
  2012-08-31 18:18:41  cri

মায়ানমারের উত্তর-পশ্চিম দিকে বাংলাদেশ ও ভারত এবং উত্তর-পূর্ব দিকে চীন। মায়ানমার একটি কৃষিপ্রধান দেশ; জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি কৃষক। এ দেশের সংস্কৃতি ও সাহিত্য গভীরভাবে ভারতীয় সংস্কৃতি দ্বারা প্রভাবিত। মায়ানমারের জনসংখ্যা ৫ কোটি ২০ লাখ। মোট জনসংখ্যার ৬৮ শতাংশ বার্মিজ। তাদের মধ্যে ৩ শতাংশ ভারতীয়, বাংলাদেশি এবং প্রবাসী চীনা। বলা যায়, এ দেশটি বাংলাদেশ, ভারত ও চীনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

সেখানকার বিখ্যাত রাজনীতিক অং সান সু চি। তার জীবন যেন একটি কিংবদন্তির মতো।

১৯৪৫ সালের ১৯ জুন মাসে মায়ানমারের রেঙ্গুনে তাঁর জন্ম হয়। তিনি হলেন মায়ানমারের অহিংসাবাদী গণতান্ত্রিক রাজনীতিক। তাঁর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক লিগ অর্থাত্ এন এল ডি ১৯৯০ সালে দেশের সাধারণ নির্বাচনে জয়ী হয়। তবে নির্বাচনের ফলাফলকে অকার্যকর করে সামরিক সরকার। এর পরের ২১ বছর সামরিক সরকার তাঁকে গৃহবন্দি করে রাখে। অবশেষে ২০১০ সালের নভেম্বর মাসের ১৩ তারিখে তাঁর মুক্তি হয়। ১৯৯০ সালে তিনি সাখারোভ পুরস্কার পান। মানবাধিকার ও স্বাধীন চিন্তার লক্ষ্যে যারা কাজ করে সেই সব ব্যক্তি ও সংস্থাকে দেওয়া হয় এ পুরস্কার। এর পরের বছর অর্থাত্ ১৯৯১ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান।

অং সান সু চি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নয়নে সারা জীবন চেষ্টা করেছেন। নিজ দেশের কল্যাণে তিনি তাঁর ব্রিটিশ স্বামী থেকে অনেক বছর ধরে আলাদা ছিলেন। ১৯৯৯ সালে যখন তাঁর স্বামীর মৃত্য হয়, তখন সামরিক সরকারের বাধায় তিনি স্বামীকে দেখতে যেতে পারেন না।

মায়ানমারে বৌদ্ধ ধর্মালম্বী অনেক। তাই এ দেশে প্রতিদিন বিভিন্ন রকম দানের ধর্মীয় আচার দেখা যায়। দেশের অসংখ্য মন্দির লোকজনের দানে নির্মিত হয়েছে।

মায়ানমারের মানুষের মনে মঙ্গলবার বিশেষ গুরুত্বের, তারা মনে করে, মঙ্গলবারে যে কোনো কাজ দুই বার করলেই সফল হওয়া যায়। এবং তারা শুক্রবারে জাহাজে করে নদী পার হয় না। এ ছাড়া তারা মনে করে, রোববার অন্যকে কিছু দেওয়া ভালো না।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040