Web bengali.cri.cn   
পেইচিংয়ের জাতীয় স্টেডিয়াম বার্ডনেস্ট
  2012-08-14 19:10:38  cri
বার্ডনেস্ট স্টেডিয়াম পেইচিং অলিম্পিক বন পার্কের দক্ষিণাঞ্চলে অবস্থিত, ২০০৮ সালের ২৯তম পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে। তখন বিশ্বের অনেক দেশের অতিথি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমি টেলিভিশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখেছি, যদিও স্বশরীরে এখানে আসতে পারিনি, তবে এই স্টেডিয়ামকে ঘিরে আমার মনে অনেক আবেগ জমা রয়েছে।

ক. বার্ডনেস্ট স্টেডিয়ামে দর্শক আসন প্রায় ৯১ হাজারটি। এদের মধ্যে অস্থায়ী আসনের সংখ্যা প্রায় ১১ হাজার। এ স্টেডিয়াম অলিম্পিক বন পার্কের স্থাপত্যগুলোর মাঝখানে অবস্থিত, বাইরে থেকে দেখলে এর আকার ঠিক একটা বড় সাইজের গাছের ডাল দিয়ে তৈরি পাখির বাসা বা বার্ডনেস্টের মতো।

ঘ.তবে আসলে এ ডাল metal material দিয়ে বানানো হয়েছে। এর মূল অংশ এবং স্টেডিয়ামের সঙ্গে সংযুক্ত হয়েছে এমন সব অংশ, দেখতে গাছের শিকড় ও গাছের মতো।

খ.পথচারীরা পাথর রাস্তায় হেঁটে হেঁটে স্টেডিয়ামের কাছে নিম্ন দিকের বাগানে আসতে পারেন। তাছাড়া, কৃত্রিম বাঁশ বন ও পাথরের দৃশ্যও স্টেডিয়ামের কাছে স্থাপন করা হয়েছে, স্টেডিয়ামের ভিত্তিতে অনেক শাখা প্রবেশ দরজা রয়েছে, বিভিন্ন দরজা দিয়ে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করা যায়।

ক.স্টেডিয়ামের ছাদের স্থাপনাও খুবই বৈশিষ্ট্যময়। বার্ডনেস্টের মাঝখানে ও উপরে অবশ্যই ফাঁকা। এখান দিয়ে আকাশ দেখা যায়। তবে বৃষ্টি প্রতিরোধ করার জন্য বার্ডনেস্ট স্টেডিয়ামের উপর একটি হাল্কা ছাদ নির্মিত হয়েছে।

ঘ.এ বার্ডনেস্ট স্টেডিয়ামের ভিতরে আসার পর আমার মনে হয় তা ডালের মতো লোহার নেট দিয়ে তৈরি এক স্থাপত্য। এক লাখ লোক যখন এর ভিতরে বসে তখন এ বার্ডনেস্ট খুবই সরগরম হয়ে ওঠে। এর মধ্যে একটি লাল রঙয়ের বড় বাটির মতো দর্শক গ্যালারী অন্তর্ভুক্ত রয়েছে। এখানে চীনের ঐতিহ্যবাহী খোদাই পদ্ধতি ও চীনামাটির আকারের ডিজাইন এবং আধুনিক স্থাপত্যের ইস্পাত কাঠামোর উপাদান ভালভাবে সংমিশ্রিত হয়েছে।

ক.আরেকটি আশ্চর্য্য ব্যাপার হল এত বড় সাইজের স্থাপত্যের ভিতরে কোনো বড় সাইজের স্তম্ভ নেই। দর্শক গ্যালারী একটি সম্পূর্ণ বাটির আকার, এ ধরনের গ্যালারীতে বসে প্রতিযোগিতা উপভোগ করতে খুবই মজা লাগে। এখন বার্ডনেস্ট স্টেডিয়াম শুধু চীনের বৈশিষ্ট্যময় স্থাপত্য নয়,বরং বিশ্বের বিখ্যাত স্থাপত্যের অন্যতম।

খ. ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে চীনা খেলোয়াড় লি নিং আকাশে উড়িয়ে অলিম্পিক গেমসের প্রধান মশাল প্যাগোডা প্রজ্জ্বলন করেছেন। তা আমার মনে গভীর প্রভাব ফেলেছে।

ঘ. এখন বার্ডনেস্ট স্টেডিয়ামে শুধু খেলাধুলা প্রতিযোগিতা আয়োজিত হয় তা নয়, বরং নানা ধরনের সাংস্কৃতিক প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। চীনের বার্ডনেস্ট জাতীয় স্টেডিয়াম বিশ্বের অন্যান্য দেশের দর্শকদের মনে চীনের একটি নতুন জানালায় পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040