Web bengali.cri.cn   
পেইচিং অলিম্পিক বন পার্ক
  2012-08-08 10:34:00  cri
৩০তম লন্ডন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় সময় ২৭ জুলাই রাতে ৯টায় শুরু হয়েছে। এ অনুষ্ঠান প্রায় ৩ ঘন্টা চলছে, বৃটেনের তিনটি দ্বীপের ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক সমাজের বৈশিষ্ট্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

ঘ.উদ্বোধনী অনুষ্ঠান তিনটি স্ক্রিন নিয়ে গঠিত। শুরুতে সবুজ ও আনন্দ বিষয় সম্পর্কিত অনুষ্ঠান দেখানো হয়েছে। বৃটেনের সবচেয়ে বিখ্যাত সিক্রেট এজেন্ট ০০৭ জেমস বন্ডের অভিনেতা ড্যানিয়েল ক্রেগও মজা করে রানী এলিথাবেথ দ্বিতীয়ের সঙ্গে বিমান থেকে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে নেমেছেন।

খ. ২৯তম পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ সালে অনুষ্ঠিত হয়েছে। আজকে এ ব্যাপার স্মরণ করে মনে হয় গতকালের গল্প। তখন তুমি কি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে?

ঘ.পেইচিং অলিম্পিক বন পার্ক শহরের মধ্যাঞ্চলের উত্তর দিকে অবস্থিত। এ পার্ক শুধু পেইচিং শহরের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের কাজ করে তাই নয়,বরং পেইচিং অলিম্পিক গেমসের অংশগ্রহণকারী বিভিন্ন দেশের খেলোয়াড়,কোচ ও অলিম্পিক কমিটির কর্মকর্তাদের জন্যও এক আরামদায়ক পার্ক।

খ.পেইচিং অলিম্পিক গেমসের পর অলিম্পিক স্টেডিয়াম ও ব্যবস্থাপনা ব্যবহার করার জন্য ২০০৮ সালের অক্টোবর মাসে এ বন পার্ক ও এ পার্কের দক্ষিণাঞ্চল আনুষ্ঠানিকভাবে জনসাধারণের পার্ক হিসেবে বিনা পয়সায় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়। ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে পার্কের উত্তরাঞ্চলও খোলা হয়েছে। এর মধ্যে পর্যটন জাহাজ,আমিউজমেন্ট যন্ত্রপাতিসহ বিভিন্ন প্রকল্প দেখা যায়।

ক.এ পার্কে প্রবেশ করে আমরা নিবিড় বন দেখতে পারি। এখানকার গাছ ও উদ্ভিদের সংখ্যা অনেক বেশি, এখানকার অক্সিজেনের পরিমাণ অন্যান্য অঞ্চলের চেয়ে অবশ্যই বেশি। নিশ্বাস নেওয়ার সময় বাতাস অনেক পরিস্কার লাগে। জানা গেছে, প্রতি বছরে এ পার্কের অক্সিজন উত্পাদনের পরিমাণ প্রায় ৫২০৮ টন, গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা শহরের চেয়ে ৩ থেকের ৫ ডিগ্রী সেন্টিগ্রেড কম এবং শীতকালে এর তাপমাত্রা শহরাঞ্চলের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রী সেন্টিগ্রেড গরম। তা পেইচিংয়ের প্রাকৃতিক পরিবেশ সমন্বয় করার জন্য অনেক কল্যাণকর।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040