Web bengali.cri.cn   
লন্ডন অলিম্পিক গেমস থেকে চীনের তৈরি পণ্য দেখুন
  2012-08-01 19:10:21  cri

জাপানের বিখ্যাত ব্যবস্থাপন বিজ্ঞানী কেনিছি ওহমায় বলেন, 'কুয়াংতু চুচিয়াং বদ্বীপ অঞ্চলে ৬০ হাজার বৈদ্যুতিক উপাদান সরবরাহ ব্যবসায়ী আছেন। সেটি হলো ইলেকট্রনিক পণ্যের শ্রেষ্ঠ উত্পাদন স্থান। ছাংচিয়াং বদ্বীপ অঞ্চলে মোবাইল ফোন উত্পাদিত হয়। চুচিয়াং বদ্বীপের এ ৬০ হাজার বৈদ্যুতিক উপাদান সরবরাহ ব্যবসায়ী ছাংচিয়াং বদ্বীপের চূড়ান্ত পণ্য উত্পাদন ব্যবসায়ীদের জন্য খুচরা অংশ সরবরাহ করে। চীনের ব্যবসায়ীরা পণ্যের গুণগত মান, ডেলিভারির সময় আর নকশা ক্ষেত্রে উন্নতি করেছে। এর ফলে চিন বিশ্বের শ্রেষ্ঠ উত্পাদন স্থানে পরিণত হয়েছে।'

এখন চীন হচ্ছে পৃথিবীতে একমাত্র জাতিসংঘের শিল্প শ্রেণীবিভাগের সকল শিল্পের অন্তর্ভুক্ত দেশ। সম্পূর্ণ শিল্প কাঠামো চীনের তৈরি পণ্যের অদ্বিতীয় অর্থনৈতিক মুনাফা সৃষ্টি করেছে এবং তা চীনের পণ্যদ্রব্যের প্রতিযোগিতা শক্তির গুরুত্বপূর্ণ উত্সতে পরিণত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষক মেই সিন ইয়ু উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে 'চীনের তৈরি পণ্য' গুণগত মান ও সুনামের দরুণ দিন দিন আরো বেশি বাজার জয় করছে।

চার বছরে একবার আয়োজিত অলিম্পিক গেমস কেবল ক্রিড়া জগতের বড় ঘটনাই নয়, ব্যবসার সাথে মিলিত হয়ে সারা বিশ্বের ব্র্যান্ড প্রদর্শনের এক মহাসম্মিলনীও বটে। এর মাধ্যমে শুধু শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি মুনাফা সৃষ্টি হয় না, এর কেন্দ্রীয় মূল্য হচ্ছে ব্র্যান্ডের সুনাম উন্নত করা। এটা হচ্ছে বর্তমান চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয়।

লন্ডন অলিম্পিক গেমসে চীনের তৈরি পণ্যের সুফল হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের দশ বছর অন্তর্ভুক্তির পর চীনের বৈদেশিক বাণিজ্য ও রপ্তানি খাতের দ্রুত উন্নয়নের বাস্তব প্রতিফলন। (ইয়ু / শান্তা)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040