Web bengali.cri.cn   
চীনা গান: ফুল কেন এত লাল
  2012-06-05 14:25:11  cri

    সুপ্রিয় শ্রোতা, আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে আপনাদেরকে একটা সুন্দর চীনা গান শিখাবো। গানের শিরোনাম, 'হুয়া আর ওয়েই শেন মা জ ইয়াং হং' , ফুল কেন এত লাল।

    বাংলার লোকসঙ্গীত আমার খুব ভাল লাগে। লোকসঙ্গীত থেকে কোনো বিশেষ অঞ্চলের সাধারণ মানুষের জীবনের কথা জানা যায়। চীনে বিভিন্ন সংখ্যালঘু জাতির লোকসঙ্গীতের নিজস্ব বৈশিষ্ট আছে। যেমন চীনের পশ্চিমাঞ্চলীয় শিনচিয়াংয়ে যে উইগুর জাতির বাস তাদের ভাষা আর গানের সঙ্গে তুর্কি ভাষা আর গানের অনেক মিল রয়েছে। আজকে যে গানটা আপনাদেরকে শেখাবো সেটি শিন চিয়াং উইগুর জাতির একটি লোকসঙ্গীত।

    এটি চীনের একটা বিখ্যাত চলচ্চিত্র 'পিং শান শাং দ্য লাই খ'-এর একটি গান। 'পিং শান শাং দ্য লাই খ' মানে 'শিম পাহাড় থেকে আসা অতিথি'। এ ছবিটি ১৯৬৩ সালে মুক্তি পায়। ছবির প্রতিপাদ্য চীনের প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত উইগুর সেনা আমির আর মেয়ে কুরানতেমের প্রেম। ছবিটি প্রদর্শিত হওয়ার পর পরই 'হুয়া আর ওয়েন শেন মা জ ইয়াং হং' অর্থাত্ ফুল কেন এত লাল, গানটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। পরে অসংখ্যা চীনা গায়ক-গায়িকা এ গানটিতে কণ্ঠ দেন। আজকে আপনাদের শোনাচ্ছি, উইগুরের আধুনিক গায়ক এরকিনের কণ্ঠের গানটি।

花儿(huāer)为什么(wèishénme)这样(zhèyàng)红(hóng)?

ফুলটি কেন এত টকটকে লাল?

为什么(wèishénme)这样(zhèyàng)红(hóng)?

কেন এত টকটকে লাল?

哎(āi)红(hóng)得(dé)好像(hǎoxiàng),

আহ, এ টকটক লাল দেখে মনে হয়,

红(hóng)得(dé)好像(hǎoxiàng)燃烧(ránshāo)的(de)火(huǒ),

আগুনের শিখা জ্বলছে।

它(tā)象征(xiàngzhēng)着(zhe)纯洁(chúnjié)的(de)友谊(yǒuyì)和(hé)爱情(àiqíng).

এটা হলো প্রকৃত মৈত্রী আর প্রেমের প্রতীক।

花儿(huāer)为什么(wèishénme)这样(zhèyàng)鲜(xiǎn)?

ফুলটি কেন এত সতেজ?

为什么(wèishénme)这样(zhèyàng)鲜(xiǎn)?

কেন এত সতেজ?

哎(āi)鲜(xiǎn)得(dé)使(shǐ)人(rén),

আহ, এত সতেজতা দেখে মনে হয়,

鲜(xiǎn)得(dé)使(shǐ)人(rén)不忍(bùrěn)离去(líqù),

আর তাকে ছেড়ে চলে যেতে পারছে না।

它(tā)是(shì)用(yòng)了(le)青春(qīngchūn)的(de)血液(xuèyè)来(lái)浇灌(jiāoguàn).

কারণ নবীনতার রক্ত দিয়ে তাকে জলসেচন করা হয়েছে।

    সুপ্রিয় শ্রোতা, গানটি আপনাদের ভাল লেগেছে? শিখতে পেরেছেন তো? আমাদের ওয়েবসাইটে এ গানটি শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে: bengali.cri.cn। 'স্বর্ণার সঙ্গে শিখুন' আসরে আপনি চীনা সংস্কৃতি সম্পর্কিত আর কিছু জানতে চাইলে প্রশ্নগুলো ইমেলে আমার কাছে পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn। আচ্ছা, আজকের আসর এ পর্যন্ত। আগামী শনিবার আবার আপনাদের সঙ্গে থাকবো 'স্বর্ণার সঙ্গে শিখুন' আসরে। আগামী আসরে একটা সুস্বাদু চীনা রান্না শেখাবো আপনাদেরকে। আশা করি, আগামী সপ্তাহেও আমার সঙ্গে থাকবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। (ইয়াং ওয়েই মিং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040