|
নাম থেকে একটি ভাষার সংস্কৃতি বোঝা যায়।
চীনা মানুষের নাম দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো পারিবারিক পদবী, ইংরেজিতে যেটাকে বলা হয় family name অথবা surname। চীনা ভাষায় বলা হয় 'শিং'। দ্বিতীয় ভাগ হলো given name বা রাখা নাম। চীনা ভাষায় বলা হয় 'মিং', অথবা 'মিং জি'। যেমন আমার পুরো নাম ইয়াং ওয়েই মিং। 'ইয়াং' হলো আমার 'শিং' অর্থাত্ পারিবারিক পদবী বা আমার family name। আর 'ওয়াই মিং' হলো আমার 'মিং জি' বা রাখা নাম।
এক পরিবারের সন্তানের পারিবারিক পদবী বাবার মতো হয়। যেমন আমার family name 'ইয়াং'। এটা আমার বাবার পারিবারিক পদবী 'ইয়াং' থেকে নেওয়া হয়েছে। আর 'ওয়েই' মানে উত্তম, মহান, 'মিং' মানে উজ্জ্বল।
আর চীনা নামের মধ্যে পারিবারিক পদবী আসে প্রাচীনকালে এ পরিবারের পদবী অর্থবা প্রাচীনকালে পশুপ্রাণীর টোটেম, মানে কর্তৃত্ব পূজিত বৃক্ষ, জন্তু প্রভৃতির মূর্তির ধর্মবিশ্বাস থেকে। যেমন, প্রাচীনকালে ড্রাগন চীনা মানুষের টোটেম ছিল। ড্রাগনকে চীনা ভাষায় বলা হয় 'লুং'। 'লুং' হলো চীনা মানুষের একটি পারিবারিক পদবী।
আগে নামের মধ্যে সমৃদ্ধি, ধনদৌলত, সৌভাগ্য বা সুখ ইত্যাদি ভাল অর্থের নাম খুব জনপ্রিয় ছিল। আর মা-বাবা তাদের সন্তানদের নাম রাখার সময় তাদের সব ভাল আশাগুলো নামের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। যেমন সুন্দর, বুদ্ধিমান আর দক্ষতা ইত্যাদি অর্থের শব্দও নামের মধ্যে খুব সাধারণ।
আর নাম থেকে সাধারণত মানুষের জেন্ডার বোঝা যায়। যেমন ছেলেদের নামে সাধারণত শক্তিশালী, ভদ্র, স্বাস্থ্যবান - এ ধরনের শব্দ ব্যবহৃত হয়। আর মেয়েদের নামে ফুল, সুগন্ধ, সুন্দর, রুচিসৌষ্ঠব, রং, চঞ্চল আর বুদ্ধিমতি - এ জাতীয় শব্দ বেশি ব্যবহৃত হয়।
সুপ্রিয় শ্রোতা, আজকের আসর থেকে চীনা মানুষের নাম সম্পর্কে আপনাদের একটু ধারণা হয়েছে কি? চীনা সংস্কৃতি সম্পর্কিত আরও কিছু জানতে চাইলে প্রশ্নগুলো ইমেলে আমার কাছে পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn। আচ্ছা, আজকের আসর এ পর্যন্ত। আগামী শনিবার আবার আপনাদের সঙ্গে থাকবো 'স্বর্ণার সঙ্গে শিখুন' আসরে। আগামী আসরে একটা সুন্দর চীনা গান আপনাদের শেখাবো। আশা করি, আগামী সপ্তাহেও আমার সঙ্গে থাকবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। (ইয়াং ওয়েই মিং/এসআর)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |