Web bengali.cri.cn   
পাঠ ৯: পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ
  2011-03-22 19:44:47  cri

লাবণ্য: da jia hao! wo shi লাবণ্য!

আকাশ: da jia hao! wo shi আকাশ!

আকাশ: আপা, গত সপ্তাহে আমার মন খুব দুঃখ ভারাক্রান্ত ছিল।

লাবণ্য: আমি জানি, জাপানের ভূমিকম্পের কারণে। এটা ছিল খুব ভয়াবহ ভূমিকম্প।

আকাশ: হ্যাঁ, আমি একটি ভিডিওতে দেখেছি সুনামি একটি গ্রামকে দৈত্যের মতো গিলে ফেলে। আমি সেখানকার মানুষের ভাষা বুঝতে না পারলেও তাদের আর্তচীত্কার শুনে উপলব্ধি করতে পারি তাদের ভয় ও কষ্ট। আমি দীর্ঘশ্বাস ফেলি এবং অবশেষে আমার চিবুক বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে।

লাবণ্য: হ্যাঁ। আমারও।

আকাশ: এই দুর্যোগ কিন্তু শুধু জাপানি মানুষের নয়; এটা গোটা মানবজাতির। আসো আমরা সবাই হতভাগ্য জাপানি জনগণের জন্য একসাথে প্রার্থনা করি।

লাবণ্য: হ্যাঁ।

আকাশ: ভূমিকম্পের ক'দিন পরে জাপানের পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের পরমাণু নিঃসরণ আরো বেশি আতঙ্ক, বিশেষ করে মনস্তাত্ত্বিক আতঙ্ক, সৃষ্টি করে। এ আতঙ্ক এমন কি সাগর পাড়ি দিয়ে চীনেও পৌঁছায়। আমি গত সপ্তাহে একদিন দুপুরে ক্যারেফোর সুপারস্টোরে গিয়েছিলাম দুধ কেনার জন্য। সেখানে দেখি মানুষ ভিড় করেছে আয়োডাইজ্‌ড লবণ, সয়া সস্ ইত্যাদি কেনার জন্য। ভীড় দেখে আমি অবাক হয়ে যাই। দুই খালাম্মাকে জিজ্ঞেস করে জানতে পারি তারা মনে করেন, প্রথমত, আয়োডাইজ্‌ড লবণে যে আয়োডিন আছে তা পারমাণবিক রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করে। দ্বিতীয়ত, পারমাণবিক নিঃসরণের পরে সাগরের পানি নিরাপদ থাকবে না। যেহেতু লবণ তৈরি হয় সাগরের পানি থেকে, তাই লবণও নিরাপদ থাকবে না। এ আশঙ্কার কারণেই তারা যত বেশি পারেন লবণ কিনছেন সংরক্ষণের জন্য।

লাবণ্য: হ্যাঁ, আমার মা আমাকে ফোন করে লবণ কিনে নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু আমি বেশ কয়েকটি সুপার মার্কেটে গিয়েও লবণ পাইনি। তবে আমি অন্যান্য অনেক জিনিস কিনেছি সংরক্ষণ করার জন্য। যেমন ইনস্ট্যান্ট নুডলস, মানথাও ইত্যাদি।। বন্ধুরা, মানথাও হচ্ছে পাউরুটির মত খাবার, যেটা উত্তর চীনে খুব জনপ্রিয়।

আকাশ: আপা, আমি কনে করি এরকম করার দরকার নেই। গুজব কোনো বিজ্ঞান নয়। আমাদের উচিত্ গুজবে কান না দিয়ে শান্ত থাকা এবং বিজ্ঞানকে বিশ্বাস করা।

লাবণ্য: হ্যাঁ। সাম্প্রতিক সময়ে আমি মনে করছি, পৃথিবী মনে হয় শেষ হয়ে যাচ্ছে। সত্যি সত্যি যদি মহাপ্রলয়ের দিন এসে পড়ে, তখন আমরা কী করবো?

আকাশ: আমি প্রথমে চেষ্টা করবো আমার পরিবারকে বাঁচাতে। আমি বাঁচি না মরি বা আমি কোথায় চলে যাই সেটা কোনো ব্যাপার না। পৃথিবীর শেষ দিনে এবং সারা জীবনের জন্য আমি আমার আত্মীয়স্বজনের সঙ্গে থাকব। কিন্তু আপা, সব সময় ইতিবাচক মনোভাব পোষণ করো। আগামীকালও যথারীতি সূর্য উঠবে।

লাবণ্য: আচ্ছা। ভাইয়া, তাহলে আজকে আমরা কি শিখবো?

আকাশ: আপা, আমাকে বলো, জাপান চীনের পশ্চিম দিকে নাকি পূব দিকে?

লাবণ্য: অবশ্যই পূব দিকে।

আকাশ: আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা এখন দিক সম্পর্কে কিছু শব্দ ও বাক্য শিখব।

দিনের প্রধান শব্দগুলো: dong (পূর্ব) xi (পশ্চিম), nan (দক্ষিণ) bei (উত্তর)। জাপান চীনের পূব দিকে - ri ben zai zhong guo de dong bian; বাংলাদেশ চীনের পশ্চিম দিকে - meng jia la guo zai zhongguo de xi bian.

আকাশ: dong মানে পূর্ব

লাবণ্য: dong

আকাশ: xi মানে পশ্চিম;

লাবণ্য: xi

আকাশ: nan হচ্ছে দক্ষিণ

লাবণ্য: nan

আকাশ: bei মানে উত্তর

লাবণ্য: bei

আকাশ: dong, xi, nan, bei - পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর

লাবণ্য: dong, x, nan, bei

বাক্য: dong, xi, nan, bei

লাবণ্য: ভাইয়া, জাপান চীনের পূব দিকে - এ বাক্য কীভাবে বলা যায় চীনা ভাষায়?

আকাশ: ri ben মানে জাপান

লাবণ্য: ri ben

আকাশ: zai মানে তে

লাবণ্য: zai

আকাশ: zhong guo চীন

লাবণ্য: zhong guo

আকাশ: bian মানে আসলে প্রান্ত। কিন্তু এখানে dong bian মানে পূব দিকে।

লাবণ্য: dong bian

আকাশ: ri ben zai zhong guo de dong bian – জাপান চীনের পূব দিকে।

লাবণ্য: ri ben zai zhong guo de dong bian

আকাশ: meng jia la guo zai zhongguo de xi bian. বাংলাদেশ চীনের পশ্চিম দিকে।

লাবণ্য: meng jia la guo zai zhongguo de xi bian.

বাক্য: ri ben zai zhong guo de dong bian; meng jia la guo zai zhongguo de xi bian.

পর্যালোচনা:

লাবণ্য: dong, xi, nan, bei

আকাশ: হ্যাঁ, dong, xi, nan, bei কোনো ব্যাপার না। আমরা সবাই আমাদের মাতৃভূমিতে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা হলাম একটা পরিবার। আচ্ছা বন্ধুরা, অনুষ্ঠানের শেষপ্রান্তে এসে পড়েছি আমরা। আসুন জাপানের দুর্যোগ পীড়িত ভাই-বোনদের জন্য আবার প্রার্থনা করি। বলি তোমরা একা নও; আমরা তোমাদের পাশে আছি। আমি সবসময় বিশ্বাস করি, কেবল ভালোবাসাই এ পৃথিবীর সব কষ্ট দূর করতে পারে।

লাবণ্য: অবশ্যই

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040