|
||||||||||||||||||||||||||||

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং শিয়েন-ই বলেছেন, ভবিষ্যতে আরো বেশি সংখ্যক বাংলাদেশী ছাত্র চীন সরকারের বৃত্তি নিয়ে পড়তে যেতে পারবে।
গণচীনের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী স্থিরচিত্র ও চলচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে চীনা রাষ্ট্রদূত একথা বলেন।
জাতীয় জাদুঘরে এক্সপিরিয়েন্স সাংহাই: এমব্রেস দ্য ওয়ার্ল্ড শীর্ষক চিত্র প্রদর্শনী ও চীনা চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম ও জাতীয় যাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর ছিয়েন খাইফু।
চীনা রাষ্ট্রদূত জানান, এ বছর ৭০ জন বাংলাদেশী ছাত্র বৃত্তি নিয়ে চীনে পড়তে গেছে। অচিরেই এ সংখ্যা একশ ছাড়িয়ে যাবে বলে ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ ও চীনের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিশ্বের অন্য দেশগুলোর জন্য মডেল বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। সাংহাই বিশ্ব বাণিজ্য মেলায় বাংলাদেশের প্যাভেলিয়ন দর্শকদের বিশেষ করে চীনাদের নজর কাড়ে বলে মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। গত মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর এবং জুন মাসে চীনের ভাইস প্রেসিডেন্ট শি চিন পিং-এর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের নতুন দিগন্ত খুলে গেছে।
পরে অতিথিদের নিয়ে ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করেন চীনা রাষ্ট্রদূত। প্রথম দিনেই প্রদর্শনীতে বিপুল দর্শক সমাগম হয়।
আগামি ১৪ নভেম্বর অব্দি প্রদর্শনী বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার শুধু বিকেলে প্রদর্শনী খোলা থাকবে। একইভাবে প্রতিদিন সকাল সাড়ে ১১টা ও বিকেল ৩টায় চীনা চলচ্চিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শিত হবে।
---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |