|
||||||||||||||||||||||||||||

阿(ā) 富(fù) 汗(hàn) 北(běi) 部(bù) 巴(bā) 格(gé) 兰(lán) 省(shěng) 官(guān) 员(yuán) 16日(rì) 说(shuō) ,巴(bā) 格(gé) 兰(lán) 省(shěng) 当(dàng) 天(tiān) 下(xià) 午(wǔ) 发(fā) 生(shēng) 一(yì) 起(qǐ) 路(lù) 边(biān) 炸(zhà) 弹(dàn) 爆(bào) 炸(zhà) 事(shì) 件(jiàn) ,造(zào) 成(chéng) 9名(míng) 阿(ā) 富(fù) 汗(hàn) 平(píng) 民(mín) 死(sǐ) 亡(wáng) 。
据(jù) 介(jiè) 绍(shào) ,遇(yù) 害(hài) 者(zhě) 中(zhōng) 有(yǒu) 6名(míng) 妇(fù) 女(nǚ) ,一(yī) 名(míng) 儿(ér) 童(tóng) 和(hé) 两(liǎng) 名(míng) 男(nán) 性(xìng) 平(píng) 民(mín) 。
根(gēn) 据(jù) 阿(ā) 富(fù) 汗(hàn) 内(nèi) 政(zhèng) 部(bù) 公(gōng) 布(bù) 的(de) 数(shù) 据(jù) ,2010年(nián) 共(gòng) 有(yǒu) 超(chāo) 过(guò) 2000名(míng) 阿(ā) 富(fù) 汗(hàn) 平(píng) 民(mín) 死(sǐ) 于(yú) 武(wǔ) 装(zhuāng) 冲(chōng) 突(tū) 。
অনুবাদ:
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের একজন সরকারি কর্মকর্তা ১৬ জানুয়ারি জানিয়েছেন, এ দিন বিকালে আফগানিস্তানের বাঘলান প্রদেশের একটি রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৯ জন নিরীহ নাগরিক নিহত হয়েছে।
জানা গেছে, নিহতদের মধ্যে ছয় জন মহিলা, এক জন শিশু ও দু'জন পুরুষ রয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১০ সালে ২ হাজারেরও বেশি নিরীহ আফগান নাগরিক সশস্ত্র সংঘর্ষে প্রাণ হারিয়েছে।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |