| 
||||||||||||||||||||||||||||


খ্রীস্টপূর্ব ৫৫০ সালে জেনারেল ওয়ান ছি লিয়াংয়ের নেতৃত্বে ছি রাজ্যের বাহিনী ল্যু রাজ্যের ওপর আক্রমণ চালায় । সে যুদ্ধে তিনি মারা যান । স্বামীর মুত্যুতে স্ত্রী মেন চিয়াং ন্যু কান্নায় ভেঙ্গে পড়েন । স্বামীর মৃতদেহ গ্রহণ করার জন্য তিনি শহরতলীর পথে রওনা হন । জেনারেল ওয়ান ছি লিয়াংয়ের প্রতি শোক প্রকাশের জন্য ছি রাজ্যের রাজা একজন বিশেষ দূত পাঠান । এতে মেন চিয়াং ন্যু অসন্তোষ প্রকাশ করেন । তিনি মনে করেন, তার স্বামী দেশের জন্য আত্মউত্সর্গ করেছেন । এ ক্ষেত্রে রাজার আন্তরিকতা অভাব ছিল না । পরে শহীদ জেনারেল ছি লিয়াংয়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য রাজা তার বাসায় যান । তার নির্দেশে জেনারেলের মৃতদেহকে উপকন্ঠের একটি সমাধিস্থলে দাফন করা হয় । 


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040  |