| 
||||||||||||||||||||||||||||


কুয়াং তুং প্রদেশের রাজধানী হিসেবে কুয়াং চৌ শহরে ইয়্যু চ্যু অপেরার বিপুল সংখ্যক অনুরাগী রয়েছেন । এ শহরের পশ্চিমাংশের লি ওয়ান জেলাকে 'ইয়্যু চ্যু অপেরার জন্মস্থল' বলা হয় । এ জেলায় এ অপেরা খুব জনপ্রিয় । অনেকে এ অপেরা অনুশীলনও পছন্দ করেন । এ প্রসঙ্গে কুয়াং চৌ শহরের লি ওয়ান জেলার একজন কর্মকর্তা বলেন , লি ওয়ান অঞ্চল ইয়্যু চ্যু অপেরার উত্পত্তিস্থল । এ অঞ্চল থেকে এ অপেরার উদ্ভব , প্রচলন এবং বিকাশ ঘটে । এ অঞ্চলে ইয়্যু চ্যু অপেরার শিল্পীও বেশি দেখা যাচ্ছে। 


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040  |