Web bengali.cri.cn   
চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার-কুয়াং শি'র তামার ঢোল
  2010-04-23 17:53:04  cri

দক্ষিণ-পশ্চিম চীনের কুয়াং শি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের সংখ্যালঘু জাতিসমূহের মধ্যে যখন উত্সব উদযাপন বা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় , তখন তামার ঢোল বাজানোর রীতির প্রচলন করা হয় । তামার ঢোলের ডিজাইন সুন্দর , ঢোলের উপর দিক বেশ সাজানো । খ্রীষ্টপূর্ব দ্বিতীয় শতকে কুয়াং শি'র তামার ঢোলের প্রচলন শুরু হয় । ২০০৬ সালে এ বাদ্যযন্ত্রকে চীনের রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ।

এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের যাদুঘরে মোট ২ হাজার ৪ শ'রও বেশি তামার ঢোল সংরক্ষিত রয়েছে । এর মধ্যে ১ হাজার ৪ শ' রয়েছে চীনে । কুয়াং শি স্বায়ত্তশাসিত অঞ্চলের সংরক্ষিত তামার ঢোলের সংখ্যা ৯ শ'রও বেশি । সুতরাং কুয়াং শিকে 'তামার ঢোলের থানা' বলা হয় ।

কুয়াং শি অঞ্চলের সংখ্যালঘু জাতির যাদুঘরে ৩ শ'রও বেশি তামার ঢোল সংরক্ষিত রয়েছে । এর মধ্যে বিশ্বের ' তামার ঢোলের রাজা' বলে আখ্যায়িত তামার ঢোলের ব্যাস ১৬৫ সেন্টি মিটার ও এর ওজন ৩ শ' কিলোগ্রাম ।

তামার ঢোল সংস্কৃতি কুয়াং শি অঞ্চলের সংখ্যালঘু জাতির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ । চুয়াং ও উয়াওসহ বিভিন্ন সংখ্যালঘু জাতির মধ্যে যখন ঐতিহ্যবাহী উত্সব , বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য স্মৃতি অনুষ্ঠান পালিত হয় , তখন তামার ঢোল বাজানো হয় । এর মধ্য দিয়ে মানুষ ধর্মীয় অনুষ্ঠানে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং নিরাপত্তা ও প্রাচুর্যময় ফলনের জন্য দেবতার প্রতি প্রার্থনা করে । এ রীতি-নীতি এখনো বিদ্যমান রয়েছে । কুয়াং শি সংখ্যালঘু জাতির যাদুঘরের একজন কর্মকর্তা বলেছেন , কুয়াং শি অঞ্চলের প্রাচীন তামার ঢোল তৈরির ইতিহাস ২ হাজার বছরেরও বেশি পুরানো । চুয়াং জাতি , ইয়াও জাতি ও মিয়াও জাতিসহ বেশ কিছু সংখ্যালঘু জাতির গ্রামবাসীদের গ্রামে গ্রামে তামার ঢোল বাজানোর নীতি-রীতি এখনো চালু রয়েছে ।

কুয়াং শি সংখ্যালঘু জাতির মানুষের চোখে তামার ঢোল পরিবারের সকল সদস্যের নিরাপত্তা ও সুখের পরিচায়ক । পাই খুও ইয়াও জাতি ইয়াও জাতির একটি শাখা । এ জাতির তামার ঢোল প্রচলনের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি আগের । এ জাতির জনসাধারণের মনে তামার ঢোলের পবিত্র মর্যাদা রয়েছে ।

চীন সরকার ও স্থানীয় সংশ্লিষ্ট বিভাগ কুয়াং শি অঞ্চলের তামার ঢোলের সংস্কৃতি সংরক্ষণ ও উত্তরাধিকার সূত্রে গ্রহণের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে । ১৯৯৯ সালের পর থেকে এ অঞ্চলে বছরে একটি তামার ঢোল বিষয়ক শিল্পকলা উত্সবের আয়োজন করা হয় । এ ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংখ্যালঘু জাতির তামার ঢোল সংস্কৃতির উন্নয়ন ও উত্তরাধিকার সূত্রে গ্রহণে আরো ত্বরান্বিত হয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040