Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-কুও চেং
  2010-04-12 21:00:44  cri

পাশ্চাত্য বেহালার মতো চীনের তারযুক্ত বাদ্যযন্ত্রও তারের কম্পনের ওপর নির্ভর করে সংগীতের সুর বাজানো হয় । অধিকাংশ তারযুক্ত বাদ্যযন্ত্র দিয়ে উজ্জ্বল ও চড়া স্বর বাজানো যায় । এতে সংগীতের অশেষ আকর্ষণীয় শক্তি ফুটে উঠেছে ।

চীনের জনপ্রিয় তারযুক্ত বাদ্যযন্ত্রের মধ্যে কুও চেং , কুও ছিং , পি পা , সান স্যুয়ান ও লিউ ছিংসহ বিভিন্ন জাতের বাদ্যযন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে ।
1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040